দেশেরসময় ওয়েবডেস্ক:মেঘ কেটে যেতেই পারদ নেমেছে এক ঝটকায়। আর তাতেই শীতের আমেজ পেতে শুরু করেছেন বঙ্গবাসী।আগামী দিন সাতেক তাপমাত্রা কমের দিকেই থাকবে বলে জানা গিয়েছে৷ কিন্তু পাকাপাকিভাবে শীতের দাপট দেখতে ডিসেম্বরের জন্য অপেক্ষা করতে হবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস৷
আবহাওয়া দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল, উত্তুরে হাওয়ার হাত ধরে শীতের আমেজ ফিরবে শহরে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকায় সপ্তাহ শেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। শুক্রবার সকালে বেশ কিছুটা শীতের অনুভূতি পান কলকাতা সহ রাজ্যের বাসিন্দারা। ভোরের দিকে হালকা কুয়াশা ছিল। বেলা প্রায় ১০ টা পর্যন্ত ছিল মেঘলা আকাশ৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার কিছুটা তারতম্য থাকবে বলে জানা গেছে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় বেশ কয়েকদিন ধরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছিল৷ ফলে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ে৷ তার জেরেই ভোর ও রাতের দিকে শুধু হালকা শীতের অনুভূতি মিললেও দিনে জারি ছিল অস্বস্তি৷ কিন্তু এবার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শুক্রবার থেকে ফের উত্তুরে হাওয়া জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় বেশ কয়েকদিন ধরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছিল৷ ফলে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ে৷ তার জেরেই ভোর ও রাতের দিকে শুধু হালকা শীতের অনুভূতি মিললেও দিনে জারি ছিল অস্বস্তি৷ কিন্তু এবার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শুক্রবার থেকে ফের উত্তুরে হাওয়া জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
আবহাওয়াবিদদের অনুমান, বঙ্গোপসাগরের উপর থাকা উচ্চচাপ বলয় দুর্বল হওয়ার
জেরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি কমবে৷ ফলে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট৷ সবকিছু ঠিকঠাক থাকলে সপ্তাহ শেষে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর৷ কিন্তু, কতদিন স্থায়ী হবে উত্তুরে হাওয়ার দাপট? এ বিষয়ে হাওয়া অফিসের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। যদিও ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। না, এখনও পাকাপাকিভাবে শীত পড়েনি, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর আগামী সাতদিন এরকমই থাকবে তাপমাত্রা। কিন্তু পাকাপাকিভাবে শীতের দাপট দেখার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর অবধি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
না, এখনও পাকাপাকিভাবে শীত পড়েনি, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর আগামী সাতদিন এরকমই থাকবে তাপমাত্রা। কিন্তু পাকাপাকিভাবে শীতের দাপট দেখার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর অবধি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।