নীল কবিতার আলো প্রকাশিত হলো 

0
93
সঙ্গীতা চৌধূরী দেশের সময়

কলকাতা : বর্তমানে বাংলার কবি মহলে উল্লেখযোগ্য নাম রানু গুহ। সম্প্রতি সোদপুর লোক সংস্কৃতি ভবনে রানু গুহর লেখা ‘নীল কবিতার আলো ‘ বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয়ন্ত কুশারী , বিশিষ্ট বাচিক শিল্পী ও নাট্যকার  কাজল সুর , দূরদর্শন ও আকাশবাণী খ্যাত সোমেশ নাথ, বঙ্গ সংস্কৃতি মঞ্চের রাজ্য সম্পাদক সাংবাদিক ফিরোজ হোসেন, কবি রিনা গিরি ,বাচিক শিল্পী অঞ্জল চট্টোপাধ্যায় ও গবেষক ডাক্তার পার্থ সারথি মুখার্জি।

সঞ্চালনায় ছিলেন  বিশিষ্ট বাচিক শিল্পী  মধুছন্দা তরফদার। বঙ্গ সংস্কৃতি মঞ্চের শিল্পীদের পাশাপশি বহু বিশিষ্ট শিল্পী এদিন রানু গুহর কবিতা অবলম্বনে গান, আবৃত্তি , শ্রুতি নাটক ও নৃত্য পরিবেশন করেন। রানু গুহ নিজেও একজন বাচিক শিল্পী। দীর্ঘদিন ধরে বাচিক জগতের সঙ্গে যুক্ত । কবি জানান আরও দুটি কাব্যগ্রন্থের কাজ চলছে , এই বই দুটি কলকাতায় প্রকাশ করার ইচ্ছে আছে। গোটা অনুষ্ঠানের আয়োজক ছিল শব্দশ্রুতি।

Previous articleCalendar 2025 এবার ক্যালেন্ডার পেতে সরকারি দপ্তরগুলিকে আবেদন করতে হবে পোর্টালে
Next articleITC Sangeet Sammelan 2024 তিনদিন ব্যাপী আইটিসি সঙ্গীত সম্মেলন 2024-এ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জাদুর অনুভূতি : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here