দেশের সময় ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফেতাই’ এর প্রভাব কাটিয়ে বুধবার সকাল থেকেই আকাশ পরিস্কার৷ ঝলমলে রোদ৷ ফলে তাপমাত্রাও নামছে দ্রুত৷ একলাফে অনেকটাই নেমে গেল তাপমাত্রা৷ সোজা কথায়, শীত পড়ল দক্ষিণবঙ্গ সহ কলকাতায়৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস৷ শুধু কলকাতা নয়, হাড় কাঁপানো শীত পড়েছে রাজ্যের অন্যান্য জেলাতেও৷ সান্দাকফুতে শুরু হয়েছে তুষারপাত। দার্জিলিংয়েও পারদ নেমে গিয়েছে অনেকটাই। আজ দার্জিলিংয়ের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কাঁপছে জেলাগুলিও৷ মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি কম৷
হাওয়া অফিস জানিয়েছে, এই হাড় কাঁপানো ঠান্ডা বড়দিন পর্যন্ত থাকবে৷ তবে আকাশ পরিস্কার হওয়ায় দিনের তাপমাত্রা বাড়তে পারে৷ পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷ বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। হুহু করে নামছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে জাঁকিয়ে শীত পড়বে। বড়দিনে শীতের চাদর যে গাঁয়ে লাগবে তার আগাম বার্তাই পাওয়া গেল হাওয়া অফিস সূত্রে।