দেশের সময়, বনগাঁ: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় প্রতিবাদে থানা ঘেরাও করে রাখলেন বিজেপি নেতা কর্মীরা। এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন বিজেপি উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অশোক কীর্তনীয়া।
বুধবার কোচবিহারের শীতলকুচি তে দলীয় প্রচারে গিয়ে হামলার শিকার হন দিলীপ ঘোষ অভিযোগ পুলিশের সামনেই তার গাড়ির কাছে পাথর ছোড়া হয়। গাড়ির কাঁচ ভেঙে যায়। কোন রকমে রক্ষা পান তিনি। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে বলে বিজেপি কর্মীদের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা বনগাঁ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।
তারা দলীয় পতাকা নিয়ে থানা চত্বরে বসে পড়েন। প্রায় এক ঘন্টা ধরে এই অবস্থান বিক্ষোভ, ঘেরাও কর্মসূচি চলে। এ ব্যাপারে অশোক কীর্তনীয়া জানান, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ আইন শৃংখলা রক্ষায় ব্যর্থ। আমাদের দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় সেটাই ফের প্রমাণিত হলো। নির্বাচনের কারণে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হলেও তাদেরকে সঠিকভাবে কাজে লাগাচ্ছে না রাজ্য পুলিশ।
দিলীপ ঘোষের মত নেতা যদি এভাবে হামলার শিকার হন, তাহলে আমরা যেকোন সময় আক্রান্ত হতে পারি। রাজ্য পুলিশের এই ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানান। প্রায় এক ঘন্টা ধরে এই বিক্ষোভ কর্মসূচি চলে।