‘দিদির পায়ে প্লাস্টার!রোজ প্রার্থনা করছি, ২ মে’র আগে নিজের পায়ে হেঁটে যেন ইস্তফাপত্র জমা দিতে যান রাজ্যপালের কাছে : শাহ

0
895

দেশের সময় ওযেবডেস্কঃ একুশের নির্বাচনী প্রচারে রোজই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করছেন অমিত শাহ। এই আবহে রবিবার বর্ধমানের পূর্বস্থলীর সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বড় নেত্রীর’ তকমা দিলেন শাহ। এদিন শাহ বলেন, ‘দিদি বড় নেত্রী। সে আপনি পছন্দ করুন, বা না করুন। দিদি ১০ বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী। গোটা দেশ দিদিকে জানে।’ এরপরই আক্রমণের সুরে শাহ বলেন, ‘বড় নেত্রীর বিদায় ধুমধাম করে করতে হবে।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে শাহ আরও বলেন, ‘দিদির কোনও অ্যাজেন্ডা নেই। শুধু মোদী-শাহকে গালিগালাজ করছেন। দেশের প্রধানমন্ত্রী, আর আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা কি বাংলার মানুষের সঙ্গে কথা বলতে পারি না? মমতাদি আমাদের বহিরাগত বলছেন। এখানে আমরা রাজ করতে আসিনি, আপনার বিদায় করতে এসেছি।’ নন্দীগ্রামে ভোটের ফলাফল প্রসঙ্গে ফের এদিন শাহ বলেন, ‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিয়েছেন। সেখানে শুভেন্দু অধিকারী জিতছেন। দিদি হারছেন। দুশোর বেশি আসন নিয়ে বিজেপি জিতবে। দিদির বিদায় নিশ্চিত। ‘

মমতার পায়ে প্লাস্টার নিয়ে ফের মুখ খোলেন শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দিদির পায়ে প্লাস্টার। রোজ প্রার্থনা করছি, ২ মে’র আগে দিদির পা যেন ভালো হয়ে যায়। নিজের পায়ে হেঁটে যেন ইস্তফাপত্র জমা দিতে যান রাজ্যপালের কাছে।’

অন্যদিকে, সিএএ ইস্যুতে শাহ বলেন, ‘নমো: শূদ্রদের নাগরিকত্ব নেই। নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা সিএএ এনেছি। দিদি বলছেন বাংলায় সিএএ করতে দেব না। দিদি, আপনার সময় শেষ হয়ে গিয়েছে। ২ মে’র পর বিজেপি সরকার হবে। আর আটকাতে পারবেন না। সবাইকে নাগরিকত্ব দেওয়ার কাজ করবে বিজেপি।’ তৃণমূলকে টার্গেট করে শাহ বলেন, ‘পাঁচ দফার ভোটে বিজেপি ১২২টিরও বেশি আসনে জিতবে । বোমা, বন্দুক, বারুদের মডেল চালু করেছে তৃণমূল। এই মডেলকে বদলাতে হবে। বিশ্বাস, বিকাশের মডেলকে আনতে হবে। যার মাধ্যমে সোনার বাংলা তৈরি হবে।’

শীতলকুচির ঘটনায় মমতার ভাইরাল অডিয়ো টেপ প্রসঙ্গে শাহ বলেন, ‘দিদির অডিয়ো ভাইরাল হয়েছে। মৃতদেহগুলো নিয়ে রাজনীতি করতে চাইছেন মমতা। মৃত্যু নিয়ে এমন রাজনীতি জীবনে দেখিনি। কতদিন আর এমন রাজনীতি করবেন দিদি?’ অন্যদিকে, এদিন ফের শাহ বলেন, ‘বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী ভূমিপুত্রই হবেন।’

Previous articleভোটের পর পাখি পালিয়ে যাবে, মতুয়া গড় গোবরডাঙায় গিয়ে মোদীকে বিঁধলেন মমতা
Next articleদেশের করোনা পরিস্থিতি নিয়ে বনগাঁর জন সভা থেকে মোদীকে তীব্র আক্রমণ অভিষেকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here