তৃণমূলের রোড-শোতে মেজাজ হারালেন জয়া বচ্চন, কেন জানুন

0
2387

দেশের সময় ওয়েবডেস্কঃ তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে মেজাজ হারালেন জয়া বচ্চন। রোড শো চলাকালীন এক অনুরাগী তাঁর সঙ্গে সেল্ফি তুলতে যেতেই ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন জয়াজী।

বৃহস্পতিবার সকালে শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারির হয়ে প্রচার শুরু করেন তিনি। বেলগাছিয়া এলাকায় প্রচার শেষ করেই তিনি চলে আসেন উত্তর হাওড়ায়। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম চৌধুরীর হয়ে প্রচার করছিলেন তিনি। সামনে থেকে একসময়ের বলিউডের স্টারকে দেখার জন্য তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া।


উত্তর হাওড়ার ডবসন রোডের এসি মার্কেটের কাছ দিয়ে রোডশো যাওয়ার সময় এক অতি উৎসাহী তৃণমূল কংগ্রেস কর্মী জয়া বচ্চনের খুব কাছাকাছি চলে যান। এরপর পকেট থেকে মোবাইল ফোন বের করে জয়া বচ্চনের সঙ্গে সেল্ফি তুলতে যান। আর এতেই রেগে ওঠেন জয়া। ধাক্কা মেরে সরিয়ে দেন ওই ব্যক্তিকে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

Previous articleদিলীপ ঘোষের উপর হামলার ঘটনার প্রতিবাদে বনগাঁ থানা ঘেরাও করে বিজেপির নেতা কর্মীদের বিক্ষোভ
Next articleভোটের মুখে দলবদলের হিড়িক শুরু বনগাঁ মহকুমায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here