দেশের সময়: অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনে নির্বাচনী প্রচারে রোড শো করলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। বুধবার বিকেলে অশোকনগরের তিন নম্বর থেকে কল্যাণগড় মোড় পর্যন্ত এই রোড শো হয়।
এদিন বিকেল চারটে নাগাদ হেলিকপ্টারে অশোকনগরের বিধান পল্লী এলাকার মাঠে নামেন দেব। সেখান থেকে গাড়িতে করে চলে আসেন তিন নম্বর এলাকায়। সেখানে প্রার্থী নারায়ন গোস্বামী কে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে উঠে শুরু হয় দেবের রোড শো।
প্রিয় অভিনেতা কে দেখতে এদিন রাস্তার দু’ধারে ভিড় উপচে পড়ে। এছাড়াও রোড শোতে কাতারে কাতারে মানুষ অংশ নেন। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ কে। তিন কিলোমিটার রাস্তা পেরোতে লেগে যায় অনেক সময়। রোড শো শেষ করে হেলিকপ্টারে করেই অন্য কর্মসূচিতে চলে যান দেব।
যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী মানুষ হিসেবে অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী তিনি। তাঁর ব্যক্তিগত আচরণেই তিনি মানুষের ভালোবাসা ইতিমধ্যেই পেয়েছেন। আমার বিশ্বাস তিনি এই কেন্দ্র থেকে প্রচুর ভোটে জয়লাভ করবেন।