তথ্য দেবে রাজ্য,সংক্রমিত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় দল

0
1340

দেশের সময় ওয়েবডেস্ক:‌ রাজ্য সরকারের তরফে প্রতিদিনই কোভিড–১৯ সংক্রান্ত যাবতীয় দেওয়া হবে আন্তর্মন্ত্রক কেন্দ্রীয় দলকে। মঙ্গলবার বিএসএফ–এর সদর দপ্তরে আন্তর্মন্ত্রক কেন্দ্রীয় দল বা আইএমসিটি–র সঙ্গে মুখ্যসচিব রাজীব সিনহার বৈঠক শেষে এমনটাই জানানো হল। পশ্চিমবঙ্গে আসা দলের দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র জানালেন, রাজ্যের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব। সেই মতো বৈঠক শেষে রাজ্য পুলিশ এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে সংক্রমিত এলাকা ঘুরে দেখেন আইএমসিটি–র প্রতিনিধিরা। ইতিমধ্যেই, নবান্ন এবং নাইসেড থেকে তথ্যও তাঁরা হাতে পেয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন চন্দ্র।


লকডাউন বিধি পালন এবং কোভিড–১৯ পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই শহরে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা গঠিত আইএমসিটি। মোট ছয়টা আইএমসিটি গঠিত হয়েছে। দেশের বিভিন্ন হটস্পট এলাকা ঘুরে দেখবে তারা। এগুলির মধ্যে আছে রাজস্থানের জয়পুর, মধ্য প্রদেশের ইনদওর, মহারাষ্ট্রের মুম্বই এবং পুনে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, দার্জিলিং, উত্তর ২৪ পরগনা, কালিম্পং, জলপাইগুড়ি সহ বেশ কিছু এলাকা।

কলকাতার রাস্তায় নেমে লকডাউন নিয়ে সচেতনতা প্রচার করেন মুখ্যমন্ত্রী:দেশের সময়

Previous articleআন্তঃমন্ত্রক প্রতিনিধি দলকে কাজ করতে দেওয়া হোক,ফের নবান্নকে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের
Next articleমুখ্যমন্ত্রী নিজেই কলকাতার রাস্তায় নেমে লকডাউন নিয়ে সচেতনতা প্রচার করলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here