ঠাকুরনগরের ঠাকুরবাড়ি কামনা সাগরের পাড়ে পরপর বোমাবাজি

0
1078

দেশের সময় : ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কামনা সাগরের পাড়ে পরপর বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ালো। এ ব‍্যাপারে তদন্তের দাবি জানিয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করলেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

জানা গেছে, মঙ্গলবার রাত ১টা নাগাদ ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগরের পাড়ে বিকট আওয়াজে ঘুম ভাঙে ঠাকুরবাড়িতে থাকা সদস্য এবং ভক্তদের। তারা উঠে দেখতে পান চারিদিকে ধোয়ায় ভরে গেছে। আশপাশে কাউকে অবশ‍্য দেখা যায় নি। মতুয়া মহাসংঘ মহাসংঘদিপতি মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বুধবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভীতসন্ত্রস্ত্র ঠাকুরবাড়ির ভক্তরা এই ঘটনার তদন্ত চেয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ ব‍্যাপারে প্রাক্তন সংসদ মমতা ঠাকুর বোমাবাজির ঘটনা শিকার করে অভিযোগ করেন যে, এই বোমাবাজির ঘটনা শান্তুনু ঠাকুর ঘটিয়েছেন।

আমি এন আর সি নিয়ে লড়াই করছি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবার জন্যেই বোমা বাজি ঘটিয়েছে, এমনই সন্দেহ করছেন তিনি।

Previous articleচোরের আঙুল কামড়ে কেটে মুখে প্রমান রাখলেন বৃদ্ধা
Next articleরাগবি জীবনের মূলস্রোতে ফেরালো ওদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here