টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্যাহত হবে এটিএম পরিষেবাও

0
1700

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। একাধিক ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে টানা দু’দিন ধর্মঘটের ডাক দিল ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন’। আগামী ১৫ ও ১৬ মার্চ দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তারই মধ্যে আগামী ১৩ এবং ১৪ মার্চ শনি এবং রবিবার। দ্বিতীয় শনিবার থাকায় টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, যার ফলে এটিএম গুলিতেও টাকা না থাকার সম্ভাবনা। প্রসঙ্গত এই বনধ ‘ইন্ডিয়ান ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের’ তরফে ডাকা হলেও তাদের সঙ্গে ৯টি শাখা সংগঠনও যোগ দিয়েছেন এই ধর্মঘটে।

এ বিষয়ে এসবিআই স্টাফ অ্যাসোসিশনের প্রাক্তন ডেপুটি সম্পাদক অশোক মুখোপাধ্যায় জানান, সারা দেশজুড়ে আগামী ১২ মার্চ ব্যাঙ্কে ব্যাঙ্কে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করবে সমস্ত ব্যাঙ্ক ইউনিয়নের সদস্যরা। অবিলম্বে বেসরকারীকরণ বন্ধ করতে হবে, এরই সঙ্গে সঙ্গে কর্মী নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি জানাচ্ছেন‌ সদস্যরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক শীর্ষ আধিকারিক বলেছেন, তারা চেষ্টা করছেন টানা চার দিন কিভাবে এটিএম পরিষেবা চালু রাখা যায়। এর জন্য আগে থেকেই পর্যাপ্ত নগদ এটিএমে মজুত থাকবে বলে জানিয়েছেন। তবে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে সমস্যায় পড়বেন গ্রাহকরা। অনিশ্চয়তা রয়েছে এটিএম পরিষেবা নিয়েও।

Previous articleগাড়ির চাকা ফেটে ভয়াবহ দুর্ঘটনা সুতির মোড়ে , চারচাকা গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষে ৮ জনের মৃত্যু, জখম অন্তত ১৫
Next articleমমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আঘাত এনেছে বিজেপি, তার প্রত্যাঘাত হবে : জ্যোতিপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here