দেশের সময়, বসির হাট: ছাত্রীদের কু-প্রস্তাব, সহকর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ, শীলতা হানি অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার৷
বসিরহাট মহকুমার মধ্যমপুর গুলাই চন্ডী হাই স্কুলের ঘটনা। প্রধান শিক্ষক আশিক ইকবাল মন্ডল, প্রায় এক বছর ধরে ছাত্রীদের কুরুচিকর মন্তব্য, গালিগালাজ এমনকি স্কুলের শিক্ষিকাদের বাজে মন্তব্য,ও মোবাইলে কুরুচিকর এসএমএস পাঠাতো ওই প্রধান শিক্ষক, একাধিক শিক্ষিকাকে।
প্রতিবাদ করলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিত এই প্রধান শিক্ষক আশিক ইকবাল। এই ঘটনার দুদিন পর ফের সোশ্যাল মিডিয়ায় ওই ছাত্রী পুনরায় আবার বলেন আমাকে জোর করে ভয় দেখিয়ে এবং পরীক্ষায় বেশি নাম্বার পা বিয়ে দেবার আশ্বাস দিয়ে আমাকে মিথ্যে ভাবে প্রধান শিক্ষকের এর বিরুদ্ধে বলার জন্য আমাদের স্কুলের ম্যাডাম বলতে বলেছিলেন তাই আমি বলেছি। এই ঘটনাকে কেন্দ্র করে ইস্কুল এলাকার বাসিন্দারা স্কুলে তালা ঝুলিয়ে দিলেন৷ পুনরায় প্রধান শিক্ষক নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন৷ ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ পৌঁছিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যমপুর গলায় চন্ডী স্কুলের পাশে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।