গৃহীত হল শুভেন্দুর ইস্তফা,তিন দফতর আপাতত নিজেই সামলাবেন মুখ্যমন্ত্রী

0
631

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন সেচ, পরিবহণ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে সেই পদত্যাগ পত্র অ্যাটাচ করে ই-মেল পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও।


সন্ধ্যায় শুভেন্দুর ইস্তফা মঞ্জুর করে রাজ্যপালের কাছে সুপারিশ পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর সুপারিশ ক্রমে রাজ্যপাল ইস্তফা গ্রহণ করেন। সেটাই হয়েছে। মুখ্যমন্ত্রীর সুপারিশ পাওয়ার পর রাজ্যপাল সেই ইস্তফা গ্রহণ করে নিয়েছেন।

সেই সঙ্গে রাজ্যপাল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সেচ, পরিবহণ ও জল সম্পদ উন্নয়ন দফতর আপাতত মুখ্যমন্ত্রী নিজের কাছে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন।

মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও শুভেন্দু এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেননি তিনি। তাঁর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, আপাতত দলের সাধারণ বিধায়ক হয়েই থাকবেন শুভেন্দু অধিকারী। সত্যিই তিনি যদি দল ছাড়ার সিদ্ধান্ত নেন তবে আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। তার পর সেই পথে হাঁটবেন।

Previous articleঅন্ধ সিপিএমের ঘাড়ে ভর করে চলার চেষ্টা করছে খোঁড়া কংগ্রেস বনগাঁয়: দিলীপ ঘোষ
Next articleপ্রেমের জন্য অনুকূল,শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন: আজকের রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here