গরুপাচার কান্ড: ধৃত এনামুল হককে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হচ্ছে

0
651

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলার সীমান্ত দিয়ে গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ এনামুল হককে শুক্রবারই দিল্লি থেকে গ্রেফতার করেছিল সিবিআই। শনিবার তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হচ্ছে।
সূত্রের খবর এনামুলকে নিয়েই এবার মালদহ, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অভিযান চালাবেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা।

এদিকে শনিবার সকাল থেকেই মালদহ,মুর্শিদাবাদ এবং বসিরহাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তদন্ত এজেন্সি সূত্রে খবর, গোয়েন্দাদের আতস কাচের নীচে রয়েছে বসিরহাটের এক ব্যবসায়ীর নাম।

বৃহস্পতিবার দিনভর গরু পাচারের তদন্তে কলকাতার জায়গায় জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। শুক্রবার কাক ভোরে গরু পাচার কাণ্ডের অন্যতম পাণ্ডা মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। বিএসএফ কর্তা সতীশ কুমারের সূত্র ধরেই এনামুলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সতীশ কুমারের সল্টলেকের বাড়ি এবং মানিকতলার এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা।


বছর দুয়েক আগেও গরু পাচারের ঘটনায় একবার কেন্দ্রীয় পুলিশ গ্রেফতার করেছিল এনামুলকে।তারপর জামিনে ছাড়া পেয়েছিল। সেপ্টেম্বর থেকে এই তদন্তে হঠাত্‍ই গা ঝাড়া দিয়ে নামে সিবিআই। এনামুলের সঙ্গে এই ঘটনায় আর এক ব্যবসায়ীর আনারুল ইসলামের বিরুদ্ধেও এফআইআর করেছে সিবিআই।

এখন দেখার এনামুলকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী জেলার কোন কোন জায়গায় তল্লাশি চালায় সিবিআই এবং তাতে কী বেরিয়ে আসে এখন সেটাই দেখার।

Previous articleছবির লড়াই:Photo fight/Editor’s Choice
Next articleকরোনা পরবর্তী বিশ্ব হবে প্রযুক্তি নির্ভর, আইআইটি দিল্লির সমাবর্তনে বার্তা প্রধানমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here