খুনের অভিযোগে অভিযুক্তর জামিন নাকচ ও তার ফাঁসির দাবিতে বনগাঁ আদালতে বিক্ষোভ

0
1090

দেশের সময়,বনগাঁ: পিটিয়ে খুনের অভিযোগে অভিযুক্তর জামিন নাকচ করার পাশাপাশি তার ফাঁসির দাবিতে আদালতে বিক্ষোভ দেখালেন মৃতের বাড়ির লোক এবং গ্রামবাসীরা।

সোমবার বনগাঁ আদালত চত্বরে হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা তাঁদের দাবিতে একত্রিত হন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ ডিসেম্বর বনগাঁ থানার চড়ুইগাছি গ্রামের বাসিন্দা সুভাষ বিশ্বাসের পরিবারের সঙ্গে অপরেশ বিশ্বাস নামে প্রতিবেশী আর এক পরিবারের গ্রাম্য বিবাদ বাঁধে। অভিযোগ, তার জেরে সুভাষ বিশ্বাসকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে অপরেশ বিশ্বাস।

এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মৃতের স্ত্রী লিপিকা বিশ্বাসের অভিযোগ, অভিযুক্ত অপরেশ সোনা, মাদক, গরু পাচারের মতো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। টাকার জোরে আইন, প্রশাসনকে দমিয়ে রাখতে চাইছে। অপরেশের পরিবারের লোকেরা তাঁদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে, অপরেশ জামিন পাওয়ার পর তাঁদের উপর ফের হামলা চালানো হবে, এমনকি প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করেন লিপিকা বিশ্বাস।

সোমবার বনগাঁ আদালত থেকে অভিযুক্তর জামিন হতে পারে, এমন সম্ভাবনার কথা জানতে পেরে এদিন আদালত চত্বরে হাজির হন সুভাষ বিশ্বাসের পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা। কোনওভাবেই যাতে অপরেশের জামিন না হয়, তার দাবির পাশাপাশি অভিযুক্তর ফাঁসির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে আদালত চত্বরে হাজির হন তাঁরা। পরিবারের আশঙ্কা, অপরেশ জামিন পেলে ফের তাঁদের উপর হামলা চালাতে পারে।

Previous articleবাংলায় লকডাউনের খবর ভুয়ো বলে জানিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ নবান্নের
Next articleকন্ডোম দিয়ে একি করছেন যুবতী ? ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা:দেখুন কি কাণ্ড করলেন যুবতী…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here