কেক কেটে শুরু হয়েছে আনন্দ উৎসব, বড়োদিনের সকাল থেকেই অন্য ছন্দে লাল হলুদ শিবির

0
1141

দেশের সময়, ওয়েব ডেস্ক:- ইতিমধ্যেই শহরে পদার্পণ করেছেন লাল হলুদের নয়া বিদেশী টনি ডোভাল। সব ঠিক থাকলে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকেই ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামবেন তিনি। তাই দেরী না করে বল পায়ে নেমে পড়েছেন মাঠে। কোচ আলেহান্দ্রো-র নির্দেশে চলছে অনুশীলন। সাথে সহযোদ্ধাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার এটাই সেরা সময় বলে মনে করছেন ডোভাল। তিনি বলেন, “এই মরশুমে ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ ভারতের অন্যতম”। “ফলে স্বাভাবিকভাবেই একটি ভালো দল তৈরী করা সম্ভব হয়েছে”। “যেখানে জবি, কোলাডো-র মতো একাধিক ভালো ফুটবলারের সাথে খেলার সুযোগ রয়েছে আমার সামনে”। তবে কার গায়ে উঠছে ইস্টবেঙ্গলের ১০নম্বর জার্সি? এবিষয়ে যদিও এখনও নিশ্চিত নয় লাল হলুদ শিবির। এখনও পর্যন্ত দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন স্যান্টোস কোলাডো। আর দুটি ম্যাচেই সকলের নজর কেড়েছেন তিনি। সূত্রের খবর, চার্চিল ম্যাচ শেষ হওয়ার পরবর্তীতে এক কথায় ঠিক ছিল কোলাডো-র পিঠেই উঠছে লাল হলুদের দশ নম্বর জার্সি। কিন্তু কোচ আলেহান্দ্রো মেনেনদেজ-এর ইচ্ছেতে আট নম্বর জার্সিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে হাইমে-কে। অতএব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সেই জায়গায় উঠে আসছে টনি ডোভাল-এর নাম। ইস্টবেঙ্গল সিইও সঞ্জিত সেন-এর কথায়, “টনি-র গায় দশ নম্বর জার্সি ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা”। অন্যদিকে ৩৩মাসের অবসানে আবারও ডার্বি-তে জয় এসেছে। পরের ম্যাচেও চার্চিলের বিরুদ্ধে পিছিয়ে থেকে দূরন্ত জয়। সবমিলিয়ে আজ সকাল থেকেই লাল হলুদ শিবিরের চিত্রটা ছিল ভিন্ন। অনুশীলন নয় বরং কেক কেটে চললো ক্রিসমাস সেলিব্রেশন। ফুটবলারদের সাথেই এদিন আনন্দ উৎসবে যোগ দিয়েছিলেন স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেনদেজ।

Previous article৫ বছরে শীতলতম বড়দিন বনগাঁয়,পারদ নামছে দক্ষিণবঙ্গে
Next articleচিনে বাসে জঙ্গি হানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here