“কেউ মাস্ক না পরে রাস্তায় বেরোলে বাড়ি পাঠিয়ে দিন : পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
1919

দেশের সময় ওয়েবডেস্কঃ কোভিড সংক্রমণ রুখতে প্রকাশ্য রাস্তায় যাতে সকলে বাধ্যতামূলক মাস্ক পরেন সে ব্যাপারে পুলিশকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ মাস্ক না পরে রাস্তায় বেরোলে বাড়ি পাঠিয়ে দিন। ওয়ান পয়েন্ট প্রোগ্রাম।”

অনেক রাজ্যই মাস্ক না পরলে জরিমানা নেওয়ার বিধি কার্যকর করেছে। ওড়িশা, তামিলনাড়ুর মতো রাজ্যগুলি আগেই সে কথা ঘোষণা করেছিল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “একজনের থেকে দু’হাজার টাকা জরিমানা নিয়ে কী হবে! তাঁর হয়তো খাওয়ারই পয়সা নেই! তার চেয়ে বাড়ি পাঠিয়ে দিক পুলিশ। তাহলে দেখবেন এটা (পড়ুন মাস্ক না পরে রাস্তায় বেরনোর প্রবণতা) কমে যাবে।”

বুধবার নবান্ন সভাঘরে মেডিক্যাল কলেজের চিকিৎসকদের নিয়ে বৈোঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই একথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর পাড়ার এক দোকানির উদাহরণ দেন মমতা। বলেন, “আমার পাড়ায় এক জন দোকানদার আছে। ওকে রোজ বলি, ওরে মাস্ক পর, মাস্ক পর! শোনেই না। ১০ বার মাস্ক দিয়েছি। তাও পরে না।”

বাতাসে করোনা ভাইরাস যে ভেসে বেড়াতে পারে, যে ব্যাপারে গবেষণার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তো মেনে নিয়েছে যে বাতাসে ভাইরাস ভেসে বেরাতে পারে! তাহলে! মাস্কটা তো এখন পড়তেই হবে!” প্রসঙ্গত, কয়েকদিন ধরেই পৃথিবীর ২৩৯ জন বিজ্ঞানী দাবি করছিলেন, করোনা ভাইরাস বাতাসে ভেসে বেড়াতে সক্ষম। প্রথমে হু তা না মানলেও আজ ওই বিজ্ঞানীদের দাবিতে সিলমোহর দিয়েছে।

ওনেকের মতে, আনলক পর্বে মানুষের রাস্তাঘাটে বেরোনোর সংখ্যা যেমন বেড়েছে একই ভাবে বেড়েছে ন্যূনতম স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও। এর আগেও মাস্ক না পরলে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর লকডাউন পর্বে তা কার্যকরও হয়েছিল। কিন্তু এখন অনেকেই রাস্তাঘাটে মাস্ক পরছেন না। তা যে বিপজ্জনক তাও এদিন স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Previous articleকী করলে আপনারা পেশেন্টদের আরও ভাল চিকিৎসা করতে পারবেন,” নবান্নে মেডিক্যাল কলেজের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Next articleগ্যাংস্টার বিকাশ দুবে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি মন্দির থেকে গ্রেফতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here