কৃষকদের করজোড়ে প্রার্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আলোচনায় বসার বার্তা

0
1204

দেশের সময় ওয়েবডেস্কঃগত কয়েক সপ্তাহ ধরে কৃষক বিক্ষোভে উত্তাল দেশ। দিল্লির বাইরে অবস্থানে বসেছেন পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা কয়েক হাজার কৃষক। কেন্দ্রের আনা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় তাঁরা। ইতিমধ্যেই বেশ কয়েকবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছে কৃষক সংগঠনগুলি। কিন্তু তারপরেও কোনও সমাধান সূত্র বের হয়নি। এবার কৃষকদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতজোড় করে তিনি জানিয়েছেন, সব বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি তিনি।
শুক্রবার মধ্যপ্রদেশের কৃষকদের এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “যদি কারও কোনও চিন্তা থাকে, তাহলে আমরা মাথা ঝুঁকিয়ে, হাতজোড় করে তাঁদের ভয় দূর করতে তৈরি।” এদিনের ভিডিও বার্তায় মোদী বলেন, বিরোধীরা যে প্রচার করছে নতুন আইনে ন্যূনতম সহায়ক মূল্য বন্ধ হয়ে যাবে, সেটা সম্পূর্ণ মিথ্যে। গত দুই দশক ধরে দেশের সব সরকার এই আইনে সংশোধনী নিয়ে আলোচনা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, “এই নতুন রাতারাতি নিয়ে আসা হয়নি। গত ২২ বছর ধরে প্রত্যেক সরকার এই আইন নিয়ে আলোচনা করেছে। এই সংশোধনীর আগে কৃষক সংগঠন, কৃষি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। যেসব দল আজ এই আইনের বিরোধিতা করছে, তারাই আগে নিজেদের নির্বাচনী প্রচারে এই সংশোধনীর কথা বলেছে।”

বিরোধী দলগুলিকে ভুল বার্তা দেওয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মোদী বলেন, “আজ এইসব দল কষ্ট পাচ্ছে। তারা নিজেদের প্রশ্ন করছে, যা আমরা করতে পারলাম না সেটা মোদী কীভাবে করল? কেন ওকে কৃতিত্ব দেওয়া হবে? আমি তাদের জবাবে বলতে চাই, আপনারা কৃতিত্ব নিন। আমিও আপনাদের নির্বাচনী ইস্তেহারকে কৃতিত্ব দিচ্ছি। আমি কৃতিত্ব চাই না। আমি চাই কৃষকদের জীবন আরও ভাল হোক। কৃষকদের ভুল বোঝানো বন্ধ করুন।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ আমি আপনাদের সামনে তাদের মুখোশ খুলতে চাই যাদের আমাদের অন্নদাতাদের দিকে বিন্দুমাত্র চিন্তা নেই। আমি তাদের সবাইকে সতর্ক করতে চাই যারা নতুন কৃষি আইনের নামে কৃষকদের ভুল বোঝানোর ও প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র ভোট পাওয়ার জন্য আপনাদের ভুল বোঝাচ্ছে এরা।”

কৃষক বিক্ষোভ শুরু হওয়ার পরে বিজেপির তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কৃষকদের বোঝানোর জন্য। নেতা-মন্ত্রীরা নিজেরা দায়িত্ব নিয়ে কৃষকদের বোঝানোর চেষ্টা করছেন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের কৃষকদের সঙ্গে ভিডিও বার্তায় কথা বলেন। তাঁদের হাতজোড় করে করে আলচনায় বসার বার্তা দেন। এখন দেখার প্রধানমন্ত্রীর এই বার্তার পরে কৃষকদের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়।

Previous articleশুভেন্দু নিয়ম মেনে ইস্তফা দেননি, তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করছি না স্পিকার :সোমবার হাজিরার নির্দেশ
Next articleজেলায় জেলায় শুভেন্দু অনুগামীদের ক্রমশ সংক্রামিত হচ্ছে তৃণমূল ত্যাগ! শীলভদ্রের পর বাবু মাস্টার থেকে বনশ্রী,প্রণব-সুদীপ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here