কলেজে ভর্তির সময়সীমা বাড়ল ৩০ অক্টোবর পর্যন্ত ঘোষণা শিক্ষামন্ত্রীর

0
319

দেশের সময় ওয়েবডেস্কঃ কলেজে ভর্তির সময়সীমা বাড়ল রাজ্যে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার জানান, ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তি হওয়া যাবে রাজ্যের কলেজগুলিতে। পাশাপাশি তিনি এ-ও বলেন, যেসব কলেজে এখনও আসন ফাঁকা রয়েছে অথচ বেশ কিছু ছাত্রছাত্রী ভর্তি হতে পারেননি, বর্ধিত সময়ের মধ্যে তাঁরা যাতে সকলেই ভর্তি হতে পারেন সে জন্য শিক্ষা দফতরের তরফে নোটিস জারি করা হবে আগামী কাল সোমবার।

এছাড়াও আসন্ন দুর্গাপুজোর মরসুমে নেট পরীক্ষার তারিখ বাতিল করার আবেদন করেন শিক্ষামন্ত্রী। কারণ ওই সময় পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীরা বিশেষ সমস্যায় পড়বে।

অনেক কলেজেই সম্পূর্ণ আসন ভর্তি হয়নি। ফলে সেই সমস্ত কলেজগুলি ফের অ্যাডমিশন উইন্ডো খুলতে পারবে। এর ফলে উপকৃত হবেন সাধারণ ছাত্রছাত্রীরাও।

প্রথম উইন্ডোতে আসন ভর্তি না হওয়ায় কলকাতার অনেক কলেজেও ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যেমন বঙ্গবাসী কলেজের মর্নিং ও নাইট সেকশনে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে বলে সপ্তাহখানেক আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল কলেজ কর্তৃপক্ষ। এবার তা আরও বাড়তে চলেছে।

গত বছর থেকেই রাজ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করে দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতিতে এবছর আরও কিছু বন্দোবস্ত করে রাজ্য সরকার। যেমন কোনও কলেজেই ফর্ম ফিলআপে টাকা লাগেনি এবার। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দেয় কোনও কিছুর জন্যই টাকা নেওয়া যাবে না। অ্যাডমিশন হলে তবেই সেই ফি নিতে পারবে কলেজগুলি।

Previous articleদেশের তথ্য চিনে পাচার, ধৃত সাংবাদিক
Next articleকৃষি বিল নিয়ে বিক্ষোভের জেরে ডেরেক, দোলা সেন- সহ রাজ্যসভার ৮ বিরোধী সাংসদকে সাসপেন্ড করলেন বেঙ্কাইয়া নায়ডু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here