কর্মস্থলে সাফল্য, জানুন আপনার রাশিফল

0
967

মেষ – সৃজনশীল কাজে উন্নতি। শিল্পী ও কলাকুশলীরা প্রশংসিত হবেন। প্রেমে ভুল বোঝোবুঝি কেটে যাওয়ার সম্ভাবনা।

বৃষ – মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। যানবাহন নিয়ে সমস্যায় পড়ার আশঙ্কা। আশা পূরণে বন্ধুর সাহায্য পাবেন।

মিথুন –  মিডিয়া কর্মীরা পেশাগত জটিলতায় পড়তে পারেন। যে কোনও প্রকার আর্থিক লেনদেনে সতর্ক হোন। বস্ত্র ব্যবসায়ীদের উন্নতি।

কর্কট – নিকট আত্মীয় বা পরিবারের কারও বিয়ের আলোচনায় অগ্রগতি। সঞ্চয় হবে। শারীরিক সমস্যায় ভুগতে পারেন বয়স্করা। 

সিংহ – কর্মস্থলে বাড়তি দায়িত্বে সমস্যা। শরীরের প্রতি যত্নবান হোন। বল প্রয়োগ নয়, বুদ্ধির দিয়ে কাজ করুন। 

কন্যা – সংসারে ব্যয় বৃদ্ধি। পরিবহণ ব্যবসায় লাভের সুযোগ। আইনি জটিলতার অবসান হতে পারে। 

তুলা – দিনটি ভালোই যাবে। সৃজনশীল ব্যক্তি বা ব্যবসায়ীরা বকেয়া অর্থ পেতে পারেন। দূর যাত্রার সম্ভাবনা। 

বৃশ্চিক – কর্মস্থলে সাফল্য। পেতে পারেন নতুন দায়িত্ব। বেকারদের চাকরি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি। 

ধনু – ভাগ্য সহায় থাকবে। শিক্ষার্থীরা শুভ সংবাদ পেতে পারেন। আধ্যাত্মিক কাজে অংশ নেওয়ার সুযোগ হতে পারে। 

মকর – দিনটি সমস্যায় কাটবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। সহকর্মীদের কাছে নিজের কোনও দুর্বলতা প্রকাশ করবেন না।  

কুম্ভ – দিনটি ভালোই যাবে আশা করা যায়। নব দম্পতির সুখ শান্তি ব্যহত হওয়ার আশঙ্কা। তর্কে না জড়ানোই ভাল। 

মীন – শরীর ভাল যাবে না। ঠাণ্ডা লাগা বা পেটের সমস্যায় ভুগতে পারেন। অনৈতিক কাজকর্ম থেকে সরে থাকুন। 

Previous articleআন্দোলনে অনড় কৃষকরা! কৃষক-কেন্দ্র বৈঠকে অধরা রফাসূত্র
Next articleউদ্বাস্তু ও মতুয়াদের ভোট ম্যানেজমেন্টে থাকবেন শান্তনু ঠাকুর, ঘোষণা করল বিজেপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here