করোনা:চিকিৎসা করতে গিয়ে কোনও স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে পরিবারকে এক কোটি টাকা দেবে দিল্লি সরকার

0
879

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে, তাদের পরিবারকে সরকার এক কোটি টাকা দেবে। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনার সংক্রমণ রুখতে স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করে চলেছেন, তাতে এটাই প্রমাণিত হয়, দেশের জওয়ানদের থেকে কোনও অংশে কম না তাঁরা। বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী।

কেজরিওয়ালের বক্তব্য, ‘‌যুদ্ধের সময়ে দেশের সেনা–জওয়ানরা যেমন আমাদের রক্ষা করেন, ঠিক তেমন ভাবেই করোনার সংক্রমণ রুখতে স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন। নিজেদের জীবন বিপন্ন করে।

দিল্লি সরকার আগে একবার ঘোষণা করে জানিয়েছিল, কোনও জওয়ান যদি শহিদ হন, সেক্ষেত্রে দিল্লি সরকার ওই জওয়ানে পরিবারকে এক কোটি টাকা দেবে। সেই সূত্র ধরেই আমি জানাতে চাই, দুর্ভাগ্যবশত, কোনও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে যদি প্রাণ হারান, সেক্ষেত্রের তার পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে। তাঁরা সরকারি হাসপাতালেরই হোক আর বেসরকারি হাসপাতালের কর্মী হন কেন!‌’‌

Previous articleবিপদে ফোন করতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মানুষের সাহায্যে নিজের দপ্তরের নম্বরও দিলেন তিনি
Next articleডায়মন্ড হারবারের ৫০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here