করোনা সুযোগ:বনগাঁ থানার ঢিল ছোঁড়া দূরত্ব থেকে বাইক চুরি হয়ে গেল অবাক এলাকার মানুষ

0
1964

দেশের সময়,বনগাঁ:’ ট’ বাজার সংলগ্ন বনগাঁ থানা.পাশেই মাছ বাজার শুক্রবার ভোর পাঁচটা নাগাদ একটু বেশিই ভিড় জমেছিল এই এলাকায়৷ মাছ কিনতে আসেন বহু ব্যাবসায়ী,তবে করনার আতঙ্কে সতর্কতার প্রয়োজনে প্রায় সকলেরই মুখ ঢাকা থাকছে মাস্ক বা রুমাল দিয়ে হঠাৎ করে তাই দূরথেকে চেনার উপায় নেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে৷আর এই করোনা মুখোসের আড়ালে দিনের আলোয় গোটা একটা বাইক সাফাইয়ের কাজ সারল চোর। এমন টাই জানালেন বনগাঁর এক ব্যাবসায়ী বাপী অধিকারী। তিনি আরও জানান অন্যদিনের মতো এদিনও তার বাইকটি বনগাঁ থানা লাগোয়া একটি গলির রাস্তার পাশে রেখে ব্যাবসায় মন দিয়েছিলেন, তারপর বাড়ি ফেরার সময় দেখেন বাইকটি নেই যথা স্থানে৷অনেক খুঁজেও না পেয়ে বনগাঁ থানার দ্বারস্থ হন বাপী বাবু।লিখিত অভিযোগও করেন থানায়৷ পাশা পাশি দেশের সময় এর অফিসে একটি সিসি ক্যামেরার ফুটেজ পাঠিয়েছেন ,সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে মুখে রুমাল দিয়ে ঢাকা, তারপর বাইকটি নিজের মতো করে নিয়ে যাচ্ছে, বাপী বাবুর দাবি ওটাই তার সখের বাইক৷ এখন পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে৷

“বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে।

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্যসম্পর্কে সচেতন।

সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।”দেশের সময়”

Previous articleকর্তব্য: দুই প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ
Next article‌গরিব মানুষদেরকে নিজে হাতে খাবার বিলি করলেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here