দেশের সময় ওয়েবডেস্ক:২০১৯অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হবে বোর্ড কম্পার্টমেন্টাল পরীক্ষা। বোর্ড সূত্রে খবর, এতদিন এই ব্যাবস্হা কার্যকর ছিল মাধ্যমিক পরীক্ষার জন্য। যা মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু অন্য দুটি বোর্ডের পড়ুয়ারা এই সুবিধে থেকে বঞ্চিত হতো। তাই আগামী শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেনীতে অকৃতকার্য হলে জুলাই মাসে কম্পার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে পাশ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। ফলে থাকবে না বছর নষ্ট হওয়ার সম্ভাবনা। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও এখনও সরকারি বিজ্ঞপ্তি জাড়ি হয়নি। ফেব্রুয়ারি মাসে আইসিএসসি ও আইএসসি এই দুই বোর্ডের পরীক্ষা হয়, তার আগে সমস্ত প্রক্রিয়া সম্পুর্ন হয়ে যাবে বলেই খবর।