দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়াবহ আগুন লাগল ওএনজিসি-র নভি মুম্বইয়ের প্ল্যান্টে। মঙ্গলবার সাত সকালে আগুন বিধ্বংসী চেহারা নিয়ে ছড়িয়ে পড়ে প্রায় গোটা প্ল্যান্টেই। দমকল এসে পৌঁছবার আগেই আগুনে ঝলসে মৃত্যু হয় অনেকের। পুলিশ জানিয়েছে, ঘটনায় অন্ততপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু’জন দমকলকর্মী। জখম অনেক। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
Fire broke out in storm water drainage in Uran Plant early morning successfully doused within two hours by fire fighting team. #ONGC ’s robust crisis mitigation preparedness helped put off this major fire in a very short time. @PetroleumMin @PTI_News @pallab_ongc @ANI @CMD_ONGC
— ONGC (@ONGC_) September 3, 2019
সকাল তখন ৭টা। আচমকা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারদিক। তারপরেই দেখা যায় দাউদাউ করে জ্বলছে ওএনজিসির উরান প্ল্যান্ট। আগুন ছড়িয়েও পড়ে দ্রুত। ভিতরে আটকে পড়েন কর্মীরা।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২২টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘ্ণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও দমকল সূত্রে খবর, উরান প্ল্যান্টের প্রায় এক কিলোমিটারের বেশি এলাকা সিল করে দেওয়া হয়েছে। গাঢ় ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। তাই উদ্ধারকাজেও কিছুটা বিলম্ব হচ্ছে। প্ল্যান্টের ভিতরে এখনও বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।
ঘটনার পরে ওএনজিসি টুইট করে জানিয়েছে, স্টর্ম ওয়াটার ড্রেন থেকে আগুন লেগেছে। কোম্পানির দাবি, এর ফলে তেল শোধনের কাজে কোনও বিঘ্ন ঘটবে না। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সে জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠিয়ে দেওয়া হচ্ছে গুজরাটের হাজিরা প্ল্যান্টে। এই প্ল্যান্ট নভি মুম্বই থেকে ৩৩০ কিলোমিটার দূরত্বে।
কী কারণে আগুন লাগল সেটা খতিয়ে দেখছে দমকল।