দেশের সময় ওয়েবডেস্কঃ ১৫ জুন পূর্ব লাদাখে সেনা সংঘর্ষ নিয়ে এখনও চাপানউতোর চলছে দুই দেশে। গতকাল, সোমবার এই নিয়ে বৈঠকেও বসল ভারত এবং চীন। এর মধ্যেই ফের দুই ফৌজের হাতাহাতির ভিডিও ভাইরাল। এবার স্থান সিকিম।
মোবাইল ফোনে তোলা হয়েছে ভিডিওটি। পাঁচ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত এবং চীনের জওয়ানরা পরস্পরের সঙ্গে বিবাদ করছেন। এক ভারতীয় সেনা এক চীনা জওয়ানকে ঘুষি মারছেন। তার পর একে অন্যকে বলছেন, ‘গো ব্যাক’, ‘ডোন্ট ফাইট’। বরফ ঢাকা এলাকায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হতেও দেখা যাচ্ছে। যদিও কোনও পক্ষই অস্ত্র ব্যবহার করেনি।
হাতাহাতির কিছুক্ষণ পর এক ভারতীয় সেনা অফিসার জিজ্ঞেস করেন, সংঘর্ষে চীন জওয়ানের মার খাওয়া আদৌ ঠিক আছে কিনা! এর পরেই থেমে যায় বচসা। কবে এই হাতাহাতি হয়, জানা যায়নি। তবে সোমবার, দুই দেশের শীর্ষস্তরের সেনাকর্তাদের বৈঠকের দিনই ভাইরাল হয় ভিডিও।
চীন নিয়ন্ত্রিত চুশুলের মলডোতে সোমবার বৈঠকে বসে দুই দেশ। ওই বৈঠকে দুই দেশই পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনে সম্মত হয়েছে বলে খবর। সেনা সরানো নিয়েও আলোচনা হয়েছে।
১৫ জুন পূর্ব লাদাখে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রতিবেশি দুই দেশ। শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। বিপক্ষেও ৪৫ জন হতাহত বলে খবর। তার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। তা দমন করতেই গতকালের বৈঠক।