এনআরসি করতে দেব না:‌ গোপালনগরে হুঁশিয়ারি মমতার

0
668

দেশের সময়, বনগাঁ:মেদিনীপুর, বর্ধমানের পর উত্তর ২৪ পরগণা। আজ, বুধবার বনগাঁর গোপালনগরে প্রশাসনিক সভা ছিল মমতার। সেখানেই দাঁড়িয়েই এনআরসি নিয়ে তোপ দাগলেন তিনি। তাঁর তোপের লক্ষ্য যে কেন্দ্রের বিজেপি সরকার, তা স্পষ্ট।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, মতুয়ারাও নাগরিক। তাই এনআরসি তিনি করতে দেবেন না। করোনা সংক্রমণ ঠেকানোর জন্য এদিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সভামঞ্চ ঘিরে ছিল ডিজোন। সভায় ঢোকার জন্য মাস্ক পরা আবশ্যক করা হয়।  


এদিন সভায় দাঁড়িয়ে মমতা বললেন, ‘‌এনআরসি, এনপিআর করতে দেব না। আমি নিজে আমার মায়ের জন্মতারিখ জানি না। আপনারা কোথা থেকে বলবেন। বাংলাকে গুজরাট বানানো যাবে না।’‌ এর পর ফের বিজেপি–কে বহিরাগত বলে আক্রমণ করলেন তিনি। তাঁর কথায়, ‘‌পয়সার লোভ দেখাচ্ছে ভোটের জন্য। আর নয় ভয় দেখাচ্ছে। রাজনৈতিক ভাবে লড়াই করার ক্ষমতা নেই ওদের।’‌

এর পর মুখ্যমন্ত্রী এক এক করে মতুয়াদের জন্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন। বলেন, মতুয়া উন্নয়ন বোর্ড তৈরি হয়েছে। বাগদি, বাউরিদের জন্য কাজ করেছে রাজ্য সরকার। এসসি, এসটি সার্টিফিকেটের কাজ সরলীকরণ করা হয়েছে।

Previous articleঅভিমানী:“মাঝেমাঝে মনে হয় আমায় কেউ চায়ই না!” মমতা
Next articleবুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here