ধ্রুবহালদার , কলকাতা: মধ্য কলকাতার বেনেপুকুর যুবক সমিতির কালী পূজো এ বার ৭৯ বছরে পা রাখলো। পুরনো ঐতিহ্যকে ধরে রেখে সাবেকি প্রতিমাতেই এবারের মাতৃ আরাধনা। এবার মণ্ডপ সজ্জায় প্রধান উপকরণ বাশ। মেদনীপূরের কাথির শিল্পীরা মণ্ডপ সাজিয়ে ছেন। চন্দ্রন নগর আলোক শিল্পী রা অভিনব আলোক সজ্জায় সাজিয়েছেন।
নীচে রইল ধ্রুব হালদারের তোলা ছবিগুচ্ছ: