‘এ বার নজিরবিহীন ভিড় দেখা যাবে ’১২-র পল্লী স্পোর্টিং ক্লাবের  খুঁটি পুজোর পরে ঘোষণা নারায়ণের

0
59

দেশের সময় , বনগাঁ :বৃহস্পতিবার বনগাঁর ১২-র পল্লী স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর মাধ্যমে বেজে উঠল আগমনীর সুর।আর তার সঙ্গে শুরু হয়ে গেল দুর্গাপুজোর কাউন্টডাউন।

এদিনের খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তথা ১২-র পল্লী স্পোর্টিং ক্লাবের কর্নধার নারায়ণ ঘোষ । খুঁটি পুজোর পরে তিনি বলেন,‘এ বার নজিরবিহীন ভিড় দেখা যাবে’!১২-র পল্লী স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপে ’। দীর্ঘ দিন পর ফের বড় বাজেটের পুজোর আয়োজন হচ্ছে ।এবারের থিমে দেবী দুর্গার ইতিহাসের ছোঁয়া ফুঁটিয়ে তোলা হবে আর্টিস্টের তুলিতে ।

একই কথা শোনা গেল ক্লাব সদস্য অপু  ও নিত্যদের মুখে। নিত্য দাস জানান , কৃষ্ণনগরের ঘূর্ণী থেকে প্রতিমা আসবে মন্ডপে সেই সঙ্গে থাকছে চন্দননগরের আলোকসজ্জা । এছাড়াও মন্ডপে থাকবে দেবী দুর্গার বিশেষ আর্ট । ৪৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো । তাই আরও বেশি চমক এবার থাকবে দর্শনার্থীদের জন্য । 

সাম্প্রতিককালে ভারত- আমেরিকা শুল্ক যুদ্ধ  এবং তাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি এবারের পুজোতে কোনও প্রভাব ফেলতে পারে কি না সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে  নারায়ণ ঘোষ বলেন, “কোভিডেও আমরা দুর্গাপুজো করেছি। ওটা কিন্তু বিশ্বযুদ্ধই ছিল এক প্রকার । আর এই  শুল্ক সংঘর্ষটা এটা সাময়িক । এটা  সামলানোর জন্য আমাদের দেশ তৈরী আছে । এর প্রভাব পুজোতে পড়বে বলে আমার মনে হয় না । রাজ্য স্তর থেকে কোনও নির্দেশিকা আসবে বলে আমার মনে হয় না । এলে আমাদের সেভাবেই চলতে হবে ।  তাছাড়া আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই দেবী দুর্গা আমাদের কাছে । তিনি সব সামলে দেবন” । 

Previous article3 Pakistani Terrorists Entering Bihar নেপাল হয়ে তিন জন জয়েশ জঙ্গি ঢুকেছে পাশের রাজ্যে, পোস্টার লাগিয়ে সতর্ক করল পুলিশ
Next articleঠাকুরবাড়িকে ‘রাজনীতি মুক্ত’ করার দাবি,এবার ময়দানে কংগ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here