ইন্ডিয়ান আইডল সিজন১২-র মঞ্চে বনগাঁর অরুনিতার গানে মুগ্ধ হলেন হিমেশ, নেহা কক্কর ও বিশাল

0
1288

দেশের সময় ,বনগাঁ: শুরু হয়েছে জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের সিজন ১২। আর সেখানে পৌঁছালেন উত্তর ২৪ পরগনার বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলাল।

তাঁর গলায় জনপ্রিয় গানটি শুনে মুগ্ধ হয়েছেন ইন্ডিয়ান আইডলের তিন বিচারক হিমেশ রেশামিয়া নেহা কক্কর ও বিশাল দাদলানি।

অডিশন রাউন্ডে নির্বাচিত হয়ে অরুনিতা পৌঁছেছে পরের রাউন্ডে এবার দেখার এই জনপ্রিয় রিয়েলিটি শোতে কত দূর এগিয়ে যেতে পারেন তিনি।

যদিও অরুনিতা,রিয়ালিটি শো-তে অংশগ্ৰহণ এই প্রথম নয়। এর আগেও জনপ্রিয় হয়েছিলেন তিনি।

২০১৩ সালে ‘সা রে গা মা পা লিটল চ্যাম্প’ বাংলাতে বিজয়ী হয়েছিলেন অরুনীতা।  যেখানে বিচারক আসনে ছিলেন হৈমন্তী শুক্লা,জয় সরকার,মহালক্ষ্মী আইয়ার। 

এরপর ২০১৪ সালেও সা রে গা মা পা লিটল চ্যাম্প’ হিন্দিতে। যেখানে বিচারক আসনে ছিলেন আলকা ইয়াগনিক, মোনালি ঠাকুর ও শান।

সম্প্রতি ‘তানসেনের তানপুরা’ ওয়েব সিরিজে একটি গান গেয়েছেন অরুনিতা। জয় সরকারের সুরে তাঁর কন্ঠে ‘ যদি তাকে চাই’ গানটি যথেষ্ট মন ছুঁয়েছে সকলের।

বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলালের ছোটবেলা থেকেই স্বপ্ন একজন প্রতিষ্ঠিত গায়িকা হওয়ার। তাই ঘন্টার পর ঘন্টা চলে সেই প্রস্তুতি।

স্টার প্লাসের ‘আজ কি রাত হে জিন্দেগি’ অনুষ্ঠানের বিশেষ পর্বে বিজয় ঠাকুরকে সম্মান জানাতে ‘এ মেরে বাতন কে লোগো’ গানটি গেয়ে প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনেরও।

অরুনিতা ‘ইন্ডিয়ান আইডলে’-র এই সিজনে কতদূর যায় তা দেখা যাবে শো-র পরবর্তী এপিসোডগুলিতে।

Previous articleনাড্ডার কনভয়ে ‘হামলা’,নবান্ন থেকে কৈফিয়ত চাইতে অফিসারদের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর
Next article‘মা দুর্গার কৃপায় ডায়মন্ডহারবারে পৌঁছেছি’,এবার মমতাকে ছুটি দিয়ে দিন:নাড্ডা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here