দেশের সময়, বাগদা: ইছামতী নদী সংস্কার ও পরিবেশ বাঁচানোর দাবিতে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদার চরমণ্ডল থেকে দত্তফুলিয়া পর্যন্ত একটি সাইকেল র্যালির আয়োজন করল এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন, শাদ্বল সাংস্কৃতিক চক্র।
সংগঠনের দাবি ধীরে ধীরে চোখের সামনে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের প্রিয় ইছামতি নদী, অবিলম্বে নদীকে বাঁচাতে দরকার সরকারি উদ্যোগ।
নদী সংস্কার ও পরিবেশ বাঁচানোর জন্যই বিশ্ব পরিবেশ দিবসের আগের দিন এই সাইকেল র্যালি সংগঠনের৷ এদিন এই সাইকেল র্যালি তে অংশ নেন সংগঠনের পুরুষ ও মহিলা সদস্যরা ৷