ইছামতী নদী সংস্কারের দাবিতে বাগদায় অভিনব সাইকেলর‍্যালি

0
892

দেশের সময়, বাগদা: ইছামতী নদী সংস্কার ও পরিবেশ বাঁচানোর দাবিতে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদার চরমণ্ডল থেকে দত্তফুলিয়া পর্যন্ত একটি সাইকেল র‍্যালির আয়োজন করল এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন, শাদ্বল সাংস্কৃতিক চক্র।

সংগঠনের দাবি ধীরে ধীরে চোখের সামনে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের প্রিয় ইছামতি নদী, অবিলম্বে নদীকে বাঁচাতে দরকার সরকারি উদ্যোগ।

নদী সংস্কার ও পরিবেশ বাঁচানোর জন্যই বিশ্ব পরিবেশ দিবসের আগের দিন এই সাইকেল র‍্যালি সংগঠনের৷ এদিন এই সাইকেল র‍্যালি তে অংশ নেন সংগঠনের পুরুষ ও মহিলা সদস্যরা ৷

Previous articleস্থানীয় মানুষের বাধায় পার্ক নির্মাণের কাজ বন্ধ বনগাঁয়
Next articleবিভূতিভূষণ বি ত্রড ও ডি এল এড কলেজের উদ্যোগে বিশ্ব পারিবেশ দিবস পালন বনগাঁয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here