‘আপনি পালাতে পারবেন, কিন্তু লুকোতে পারবেন না’,তীব্র কটাক্ষ দিলীপের

0
2014

দেশের সময় ওয়েবডেস্কঃ নন্দীগ্রাম থেকে লড়বেন তিনি, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। শুক্রবার সেটুকুও সেরে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তাঁকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

টুইটে দিলীপ ঘোষলেখেন, ‘হার নিশ্চিত জেনেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে লম্বা লাফ দিয়েছেন মমতা।’ এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ আরও লেখেন, ‘আপনি পালাতে পারবেন, কিন্তু লুকোতে পারবেন না। নন্দীগ্রাম ছাড়ুন, পশ্চিমবঙ্গের কোনও আসনই আপনার জন্য সুরক্ষিত নয়’।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নন্দীগ্রামে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি-র প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে ২০০টির বেশি আসনে জিতবে বিজেপি, দাবি করেছেন দিলীপ ঘোষ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেও নন্দীগ্রামে গেরুয়া শিবিরের প্রার্থী শুভেন্দু কিনা সে বিষয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। এদিকে জোটের তরফেও নন্দীগ্রাম আসনের জন্য কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি।

এদিকে দিলীপ ঘোষের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। তিনি এদিন ‘পালিয়ে গেল মমতা’ হ্যাশট্যাগ ব্যবহার করেন টুইট করেন। তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, এবার ভবানীপুরে দাঁড়াচ্ছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ১০ মার্চ বিকেলে মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটে শুভ দিনে শুভ সময়ে ২৯৪ আসনের বিধানসভার ২৯১টিতে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। ঘোষণা শুরুতেই নেত্রী বলেন, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ের তিনটি আসন ‘বন্ধু’ দল জোটসঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চার জন্য ছাড়া হয়েছে।

একসঙ্গে এতদিন কাজ করেও বয়স ও অসুস্থতার কারণে তৃণমূলের যেসব পরিচিত নেতাদের প্রার্থী করা সম্ভব হল না সেই নিয়েও দুঃখপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ক্ষমতায় ফিরলে এই দায়িত্ববান ব্যক্তিদের বিধান পরিষদ তৈরির মাধ্যমে ফের গুরুত্বপদে বহাল করা হবে। একুশের যুদ্ধে প্রার্থী তালিকায় একাধিক চমক জোড়াফুল শিবিরে। মসনদের লড়াই জিততে সিংহাসনের কঠিন অঙ্কে গ্ল্যামারই আরও একবার তৃণমূলের হাতিয়ার।

পোড় খাওয়া দুঁদে মন্ত্রী নেতার সঙ্গে জায়গা করে নিয়েছে ২ দিন আগে জোড়ফুলে যোগ দেওয়া তারকারাও। আক্ষরিক অর্থেই তৃণমূলের প্রার্থী তালিকা তারকা খচিত। আপেক্ষিক দুর্বল আসনে একের পর এক চমক দিয়ে তারকা প্রার্থীরাই মমতার মাস্ট্রারস্ট্রোক। ভোটের অঙ্কের সঙ্গে জনপ্রিয়তার বিচারের ফ্যাক্টর জুড়ে যাওয়ায় তালিকায় রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নি, কাঞ্চন মল্লিকের সঙ্গে স্থান পেয়েছে সদ্য যোগদানকারী অভিনেত্রী সায়ন্তিকা ও গায়িকা অদিতি মুন্সীও।

Previous articleনন্দীগ্রাম ফাঁকা রেখে প্রার্থী তালিকা ঘোষণা বামেদের, নারায়ণগড়ে নেই সূর্য
Next articleমোদীর ব্রিগেডে মহাগুরু! বিজেপি-র প্রার্থী তালিকা সভার পর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here