দেশের সময় ওয়েবডেস্কক: অবিরাম বৃষ্টি চলবে এরাজ্যে। কোথাও ভারী কোথাও হালকা। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। রবিবার সন্ধ্যে থেকে সোমবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী পাঁচদিনের যে পূর্বাভাস রয়েছে, তাতে দেখা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার।
উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টিপাতের। কিন্তু মৌসম ভবন কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে রেখেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার।
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০–৬০ শতাংশ।