লিখছেন-জিৎ মজুমদার:
আইফোন শুধুমাত্র ফোনের চাহিদা মেটায় না, তার মালিককে সামাকিজ পদোন্নতিতেও সাহায্য করে। চট করে কারো হাতে আইফোন দেখলেই আমরা মতিস্থির করে নিই যে তার সামাজিক মর্যাদা অন্য ফোন ব্যবহার করা মানুষদের থেকে একটু বেশিই, সে হোক বা না হোক।
তবে মর্যাদা আপগ্রেড করানোর পাশাপাশি আইফোনের আরেকটি সুনাম আছে, যে তার তথ্য নিরাপত্তা নিয়ে। বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন এই ফোনের সিকিউরিটি অনান্য ফোনের থেকে শক্তিশালি ও অভেদ্য।
কিন্তু কিছুদিন হলো আপেল এর ফ্যাক্টরি থেকে কিছু আইফোনের প্রোটোটাইপ চুরি যায়। এই চুরি যাওয়া আইফোন গুলি গিয়ে পরে হ্যাকার ও সিকিউরিটি রিসার্চারদের হাতে। তারা এই প্রোটোটাইপগুলো ব্যবহার করে নিরাপত্তার খুঁত খুঁজতে। এবং তারা আবিষ্কারও করে আইফোনের নিরাপত্তা অভেদ্য নয়। ফোনে পাওয়া যায় সংকটপূর্ণ দুর্বল নিরাপত্তা।
তবে আপেল কর্তৃপক্ষের দাবি এই ফোনগুলো প্রহকদের জন্য নয়।
এগুলো আপেল ইঞ্জিনিয়ারদের জন্য টেস্ট মডেল হিসেবে বেবহার করার জন্য কম নিরাপত্তা রেখেই বানানো হয়েছিল। তারা এও বলেন তারা কঠোর পদক্ষেপ নেবেন ভবিষ্যতে যেন ফ্যাক্টরি থেকে আর চুরি না যায় ৷