আত্মজিৎ চক্রবর্ত্তী, উঃ ২৪ পরগনা:- নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল কেমিক্যাল বোঝাই ট্রাক। এই ঘটনায় মৃত্যু হল ট্রাকের চালক এবং খালাসীর। রবিবার ভোররাতে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার যশোর রোডের উপরে মানিকতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোররাতে পেট্রাপোল সীমান্তে যাবার উদ্দেশ্যে কেমিক্যাল বোঝাই বনগাঁর একটি ট্রাক যশোর রোড ধরে বনগাঁর দিকে যাওয়ার সময়. হাবরা এবং অশোকনগরের মাঝে ৩ নম্বর রেল গেটের কাছে আসার পর সামনের একটি ইট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রন হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায় ট্রাকটি। এই ঘটনার ফলে তীব্র যানজট সৃষ্টি হয় ওই এলাকায় ।
দুর্ঘটনার খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টায় ওই গাড়ির চালক বুদ্ধদেব সেন এবং খালাসী অমিত সরকারের মৃতদেহ উদ্ধার করে। তাঁদের বাড়ি বনগাঁ এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঘন কুয়াশার জন্য এমন ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে পরে ক্রেন দিয়ে তোলার ব্যবস্থা করা হয়।
তবে কি কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ, স্থানীয়দের অনুমান মদ্যপ অবস্থায় চালক ট্রাক চালানোর ফলে এ ধরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা।