Yohani: চরম আর্থিক সঙ্কট ! শ্রীলঙ্কাকে সাহায্য করুন,বার্তা ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানির

0
774

দেশের সময় ওয়েবডেস্কঃ ইয়োহানি বর্তমানে ভারতে রয়েছেন। কিন্তু তাঁর দেশের অস্থির পরিস্থিতি সম্পর্কে পূর্ণমাত্রায় সচেতন তিনি। ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘‘আমি কয়েক সপ্তাহ যাবৎ ভারতে রয়েছি, কিন্তু আমার মন পড়ে রয়েছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের মানুষের কষ্ট দেখে এবং এমন সময় তাঁদের পাশে থাকতে না পেরে বুক ফেটে যাচ্ছে।’’

চরম আর্থিক সঙ্কটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। তাঁর দেশের এমন সঙ্কটে ভারতে বসে এক ভিডিয়ো বার্তায় বিশ্বের কাছে সাহায্যের আবেদন করলেন ‘মানিকে মাগে হিতে’ খ্যাত শ্রীলঙ্কার গয়িকা ইয়োহানি ডি সিলভা।

তাঁর ফেসবুক পেজে দেওয়া ভিডিয়ো বার্তায় দ্বীপরাষ্ট্রের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে বলেছেন, ‘‘গানে এমন একটি ভাষা রয়েছে, যা সবাইকে জুড়ে নেয়। আশা করি আমার গান শ্রীলঙ্কার পাশে থাকার সমর্থন জোগাতে সাহায্য করবে।’’

ভিডিয়ো বার্তায় নিজের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করে বলেন, ‘‘আমি শিল্প ও ব্যক্তি হিসাবে সব সময়ই অরাজনৈতিক ছিলাম। আমি এবং আমার গানের দল কারও অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও আমরা এই নীতি বজায় রাখব। তবে দেশের একজন প্রতিনিধি হিসাবে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।’’

দেশের এই আর্থিক সঙ্কটে পাশে দাঁড়াতে ইয়োহানি একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ করবেন। ভারতে সেই প্রকল্পের কাজ চলছে। তিনি নিজেও ভিডিয়ো বার্তায় সেই খবর জানিয়ে বলেন, ‘‘আমি বিশ্বাস করি, কথার চেয়ে গানে বেশি ভাল কাজ হয়। আমি শ্রীলঙ্কার সতীর্থদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি।

তাঁদের অনুভূতিও আমার মতো। তাঁরা দেশের এই সঙ্কটজনক পরিস্থিতিতে পাশে দাঁড়াতে চান। আমি আশা করি, ভারত এবং সমগ্র বিশ্ব আমাদের এই উদ্যোগকে সমর্থন করবে এবং শ্রীলঙ্কার মানুষের পাশে দাঁড়াবে।’’ ভিডিয়ো বার্তায় এই ভাবে সমর্থন চাওয়ার জন্য ক্ষমাও চেয়েছেন শ্রীলঙ্কার সেনাকর্তার কন্যা ইয়োহানি।

প্রসঙ্গত, আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা। ওষুধ আর জ্বালানির জোগানে টানাটানি। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে শ্রীলঙ্কার জনতা। রাজনৈতিক পরিস্থিতিও টালমাটাল। গ্যাস স্টেশন (পেট্রল পাম্প), মুদিখানা, ওষুধের দোকানে লম্বা লাইন। বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ থাকলেও কোথাও কোথাও জলকামান বা কাঁদানে গ্যাস চলেছে। রোজ লোডশেডিং হচ্ছে। জেনারেটর চালানোর তেলের আকাল। গণ-পরিবহণ সীমিত।

আর্থিক সঙ্কট সামাল দিতে শ্রীলঙ্কা সরকার প্রেসিডেন্টের একটি উপদেষ্টা গোষ্ঠী গঠন করেছে। তাতে রয়েছেন বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন কার্যনির্বাহী মুখ্য অর্থনীতিবিদ শান্ত দেবরাজন,শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ইন্দ্রজিৎ কুমারস্বামী, আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)-এর ইনস্টিটিউট ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্টের প্রাক্তন ডিরেক্টর শর্মিনি কুরে। সঙ্কটমুক্তির সম্ভাব্য পথ খুঁজে দেখার পাশাপাশি এই গোষ্ঠীর সদস্যরা আইএমএফের সঙ্গেও কথা বলবেন।

দেশের অর্থমন্ত্রীর পদ এখনও শূন্য। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে নিজের ভাই বাসিলকে বরখাস্ত করে যাঁকে অর্থমন্ত্রী করেছিলেন, সেই আলি সাবরি ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা দিয়েছিলেন। ১০০ কোটি ডলার ঋণের পাশাপাশি শ্রীলঙ্কাকে জ্বালানিও পাঠিয়েছে ভারত। তবে তা-ও শেষ হওয়ার মুখে।

https://fb.watch/cgRpyCcf_I/

Previous articleBangaon News : বনগাঁয় গৃহবধূর রহস্যমৃত্যু! খুনি ভেবে আইনজীবী স্বামীকে গণধোলাই
Next articleMagrahat Murder: গরু কেনা -বেচা ঝামেলা, থামাতে গেলে মগরাহাটে সিভিক পুলিশ সহ দুজনকে গুলি করে, গলা কেটে খুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here