Yoga: যোগাসনে রাজ্য চ্যাম্পিয়ন বনগাঁর রানি : দেখুন ভিডিও

0
591

দেশের সময়: ছোট থেকেই যোগ ব্যায়াম শেখা শুরু। নানা প্রতিবন্ধকতার মধ্যেও এই নেশা ছাড়তে পারেননি রানি। বর্তমানে ব্যাঙ্কে চাকরি করেন। কাজের চাপে মাথা তোলা দায়। কিন্তু তারই মধ্যে সময় বের করে যোগ ব্যায়ামের চর্চা চালিয়ে যাচ্ছেন নিয়মিত। তাঁর এই একাগ্রতাই রানিকে সাফল্য এনে দিল। অল বেঙ্গল মেগা যোগা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হলেন বনগাঁর মেয়ে রানি বিশ্বাস ৷ দেখুনভিডিও

ইন্ডিয়ান ট্রাডিশনাল হেল্থ অ্যাসোসিয়েশন ও পার্বতী বিদ্যাপীঠের যৌথ উদ্যোগে সম্প্রতি দমদম গোরাবাজার গোপাল মন্দিরে ওই প্রতিযোগিতার আসর বসে। সাত থেকে সত্তর বছর বয়সি প্রায় চারশো প্রতিযোগী অংশ নিয়েছিলেন। বয়সের ভিত্তিতে মোট ন’টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানেই গ্রুপ ই অর্থাৎ ২০ থেকে ৩০ বছর বয়সি গ্রুপে প্রথম হন রানি।

এরপর প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নদের নিয়ে প্রতিযোগিতা। সেখানেও প্রথম হয়ে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নসের খেতাব জিতে নেন রানি। তাঁর অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ প্রত্যেকেই।

বনগাঁর হরিদাসপুরের বাসিন্দা বাবা উত্তম বিশ্বাসের কথায়, ছোট থেকেই যোগার প্রতি ভালবাসা জড়িয়ে রয়েছে তুলির। পড়াশোনার চাপ সামলেও যোগা চালিয়ে গিয়েছে। এখন ব্যাঙ্কের চাকরি সামলেও ইভেন্টে অংশ নিচ্ছে। যতদূর পর্যন্ত তুলি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, আমি অবশ্যই পাশে থাকব।

আর বনগাঁ কলেজের প্রাক্তনী রানি বলছেন, আগেও জেলা ও রাজ্য পর্যায়ে বহু প্রতিযোগিতায় অংশ নিয়েছি। ঘরে ট্রফি জমছে। এগুলোর সঙ্গে আমার ভালবাসা জড়িয়ে রয়েছে। এখন লক্ষ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করা। আগে একবার জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এসেছিল। কিন্তু পরীক্ষা পড়ে যাওয়ায় শেষ মুহূর্তে যাওয়া হয়ে ওঠেনি। এই আক্ষেপটা এবার মিটিয়ে নিতে চাই।

Previous articleChaitanya Mahaprabhu : ডেবরার উপর দিয়েই দক্ষিণ ভারতে গিয়েছিলেন মহাপ্রভু চৈতন্যদেব
Next articleWeather Update: উধাও তাপপ্রবাহ, কালবৈশাখী আনবে স্বস্তির বৃষ্টি, রইল আবহাওয়ার পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here