World Photography Day: আজ ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’!Cold Roll Ice Cream Photo Contest Result 2021: কোল্ড রোল আইসক্রিম ফটো কন্টেস্ট বিজয়ী ছবি প্রকাশিত হল

0
1153

World Photography Day 2021

অন্বেষা বন্দ্যোপাধ্যায়: ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ আজ , বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতেও এই দিবসটি পালিত হচ্ছে। প্রত্যেক বছর ১৯ অগাস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস। ফটোগ্রাফির নেপথ্যের আর্ট, ক্রাফ্ট, বিজ্ঞান এবং ইতিহাসের কথা মাথায় রেখে বিশ্বজুড়ে এই দিনটি উদযাপন করা হয়।

১৮৩৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট দিনটিকে ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যে সমস্ত মানুষ নিরলস কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই দিনটি পালন করা হয়।কোনো কিছু লিখে বা বলে যতো সহজে প্রকাশ করা যায়, ছবি দিয়ে মনের গভীর অভিব্যক্তি আরো ভালো করে বোঝানো যায়। মানুষের মনে কথার থেকে ছবি অনেক  বেশি প্রভাব ফেলে। আর ফটোগ্রাফি হলো মানুষের একধরনের প্যাসন।

ফটোগ্রাফি বা ছবি তোলা একটা আর্ট। ছবি কোনও গল্প বলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম। বলা যেতে পারে, এটি এমন একটি মাধ্যম যা শব্দের থেকেও তাড়াতাড়ি এবং তৎক্ষণাৎ মনের ভাব প্রকাশ করতে পারে। কোনও স্থানের চিত্র, অভিজ্ঞতা, অনুভূতি, কোনও মুহূর্ত প্রায় সবকিছুই ক্যামেরাবন্দি করা যায়।

বিশ্ব আলোকচিত্র দিবস বা ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’ তে সবাই ফটোগ্রাফির প্রতি নিজের সব ভালোবাসা ও নেশা প্রকাশ করে দিনটি আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করে থাকে। শখের বসে ছবি তুলে বা পেশাদার ফটোগ্রাফার যাই হোকনা কেনো আজ সারা পৃথিবীতে সবাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে বিশ্ব আলোকচিত্র দিবস।

বিশ্ব ফটোগ্রাফি দিবসের ইতিহাস:

ফটোগ্রাফির ইতিহাস খুঁজতে গেলে পৌঁছে যেতে হয় ১৮৩০ সালে, যখন লুই ডাগে সর্বপ্রথম ফটোগ্রাফিক প্রসেস আবিষ্কার করেন, যার নাম ‘ডাগেরোটাইপ’। দ্য ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব সায়েন্সেস ১৮৩৯ সালের ৯ জানুয়ারি সেই প্রসেসটি ঘোষণা করেন। এরপর ফরাসি সরকার ওই বছরেরই ১৯ অগাস্ট দিন থেকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রত্যেক বছর এই দিনটি বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসাবে পালিত হয়।

বিশ্ব ফটোগ্রাফি দিবসের গুরুত্ব:

এই বিশেষ দিনটিতে ফটোগ্রাফারদের ‘কে শুভেচ্ছা জানাতে , তাঁদের সৃষ্টির প্রশংসা করতে ব্যবহার করতে পারেন বিখ্যাত এই কোটগুলি-

ছবি সেইসব মুহূর্তগুলোকে বন্দি করে রাখে যা চিরতরে চলে যায় এবং ফিরিয়ে আনা সম্ভব নয়, ফটোগ্রাফির ব্যাপারে এটাই আমার সবচেয়ে পছন্দের। কার্ল লেজারফেল্ড।

ছবি তোলো না, ছবি তৈরি করো। অ্যান্সেল অ্যাডামস।

ছবির মধ্যে থাকা মানুষগুলোকে বদলে গেলেও ছবি কখনও বদলায় না।

Caption– The Chameleon is under the natural parasol for Shade photo taken at Bongaon-photography by- Partha Sarathi Nandi.

ছবিগুলি ফটোগ্রাফার পার্থ সারথি নন্দীর এালব্যাম থেকে সংগৃহীত ৷

Previous articleঅশোকনগরের সুজয় সহ উত্তর ২৪পরগনার আরও ৮ জন আটকে পড়েছেন কাবুলে! তথ্য নিল প্রশাসন: দেখুন ভিডিও
Next articleভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here