World Cancer Day 2024 ক্যানসার, সচেতনতার বার্তা দিচ্ছে নব উদীরণ হেল্প এজ সোসাইটি ও অলোক ফাউন্ডেশন ! কেন এই ভাবনা ? দেখুন ভিডিও

0
232

শম্পা গুহ মজুমদার ও সৃজিতা শীল কলকাতা: বিশেষ এই দিনে ক্যানসারজয়ী, চিকিৎসক এবং এই রোগ নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাঁদের প্রতিনিধিদের নিয়ে রবিবার নেতাজী সুভাষ বোস ক্যানসার হাসপাতাল নয়াবাদে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল।

যেখানে ক্যানসারজয়ীদের লড়াইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের বক্তব্যে উঠে এল, চিকিৎসকদের আরও সহমর্মী হওয়ার আর্জি। দেখুন ভিডিও ..

ক্যানসার (Cancer ) রোগটির নাম শুনলেই নানান রকম চিন্তা আসে মাথার । একটা সময় একটা কথার প্রচলন ছিল ক্যানসার (Cancer )মানে No Answer তবে এখন তা আর নয় । যদি সঠিক সময় ক্যানসারের চিকিৎসা করা যায় তাহলে ক্যানসার আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেতে পারেন । তাই প্রতি বছর ৪ ফেব্রুয়ারি, ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে পালন করা হয় বিশ্ব ক্যানসার দিবস ।
বিশেষ এই দিনে ক্যানসারজয়ী, চিকিৎসকদের নিয়ে দক্ষিণ হওড়া মুক্তাধারা ফাউন্ডেশন ও অলোক ফাউন্ডেশন তাদের প্রতিনিধিদের নিয়ে রবিবার নেতাজী সুভাষ বোস ক্যানসার হাসপাতাল নয়াবাদে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল।

ক্যানসার (Cancer ) রোগটির নাম শুনলেই নানান রকম চিন্তা আসে মাথার । একটা সময় একটা কথার প্রচলন ছিল ক্যানসার (Cancer )মানে No Answer তবে এখন তা আর নয় । যদি সঠিক সময় ক্যানসারের চিকিৎসা করা যায় তাহলে ক্যানসার আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেতে পারেন । তাই প্রতি বছর ৪ ফেব্রুয়ারি, ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস ।
বিশেষ এই দিনে ক্যানসারজয়ী, চিকিৎসকদের নিয়ে দক্ষিণ হওড়া মুক্তাধারা ফাউন্ডেশন ও অলোক ফাউন্ডেশন তাদের প্রতিনিধিদের নিয়ে রবিবার নেতাজী সুভাষ বোস ক্যান্সার হাসপাতাল নয়াবাদে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটর অরুন লাল, পদ্মশ্রী বিপিন গনেত্র, অভিনেত্রী মালবিকা সেন, অধ্যাপিকা মনামী সমাদ্দার, আইনজীবি দেবযানী ঘোষ, সমাজসেবী অপরাজিতা গাঙ্গুলি, ক্যানসার বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিমিত্রা গিরি সরকার, এবং ডাক্তার দুর্গা প্রসাদ নন্দী।

প্রতি বছর বহু মানুষের এ রোগে আক্রান্ত হয়, এই রোগটি একটি বুনো দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। তবে সঠিক সময় চিকিৎসা করলে এই রোগ কে প্রতিরোধ করা যায় বলে জানান চিকিৎসকেরা ।

হাসপাতালের শিশুদেরকে নিয়ে বসে আকোঁ প্রতিযোগিতা,পাপেট, কথাবলা পুতুল,ম্যাজিক মুখাভিনয় সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Previous articleKashmir:১৬ বছরে প্রথমবার!কাশ্মীরে হিমাঙ্কের নিচে নামল পারদ,স্তব্ধ জনজীবন
Next articleWeather Update today: বীরভূম-মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা: দেখুন আবহাওয়ার পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here