দেশের সময়: রামলালার প্রাণ প্রতিষ্ঠা কি দিওয়ালির তারিখটাই বদলে দিল! না হলে সারা সন্ধ্যা পেরিয়ে রাতে সোমবার সারা কলকাতা জুড়ে এত শব্দ বাজির আওয়াজ কেন? এইদিন কি কোন ক্রিকেট ম্যাচে ভারত জিতেছে? সেরকম কোনো খবর নেই। বাড়ি ফেরার পথে এক সহযাত্রী অমল দাস কে এই প্রশ্নই করাতে তিনি বললেন, ” দুর, কি বলেন কোনো ক্রিকেট ম্যাচ নয়। এটা তো জয় শ্রী রাম উপলক্ষ্যে।” ফলে, বোঝো কান্ড! এযে নয়া দিওয়ালি কল্লোলিনী কলকাতার বুকে।
উত্তর কলকাতার কাশিপুরে একাধিক আবাসনে বাজি ফেটেছে। বাই পাশ সংলগ্ন ঢালাই ব্রিজ, ফরতা বাদ এলাকাও বাদ নেই। দত্ত পুকুর থেকে ও সীমান্ত শহর বনগাঁতেও বাজির ধুম।