Woman BSF Jawan Died সীমান্তে বিএসএফের তরুণী জওয়ানের রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

0
80

দেশের সময় ওয়েবডেস্ক : কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বিএসএফের এক মহিলা জওয়ানের। বুধবার রাত পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার সীমান্তবর্তী এলাকায়। বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ওই মহিলা জওয়ানের নাম অনামিকা কুমারী (২৫)। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি বিহারের সর‌ণ জেলার অবতারপুরে। তবে কী ভাবে ওই জওয়ান নিজেরই ইনসাস রাইফেলের গুলিতে জখম হলেন তা এখনও স্পষ্ট নয়। ধানতলা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে বিষয়টির তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ও বিএসএফের অনুমান, নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু হয়ে থাকতে পারে ওই জওয়ানের। উঠে আসছে আত্মহত্যার প্রসঙ্গও। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা্ যাবে না বলে জানিয়েছে পুলিশ।

মৃত জওয়ানের নাম অনামিকা কুমারী (২৫)। বাড়ি বিহারের সর‌ণ জেলার অবতারপুরে। তিনি নদিয়ার ধানতলা থানার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

বিএসএফ সূত্রে খবর, বুধবার রাতে সীমান্তে ডিউটিতে ছিলেন অনামিকা। সঙ্গে ছিল তাঁর ইনসাস রাইফেল। রাত সাড়ে ১০টা নাগাদ গুলির শব্দ শুনতে পান অন্য জওয়ানরা। এরপর রাস্তা থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ অনামিকাকে।


জওয়ানরা সঙ্গে সঙ্গে স্থানীয় দত্তফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সহকর্মীরা জানিয়েছেন, অনামিকার মধ্যে কোনও অস্বাভাবিক আচরণ লক্ষ করেননি তাঁরা। 

Previous articleBagdah’জয়ের আবির আমরাই খেলব’, বাগদায় শান্তিপূর্ণ ভোট শেষে ‘কনফিডেন্ট’ মধুপর্ণা: দেখুন ভিডিও
Next articleRation Scam Case: ইডিকে এক হাজার পাতার নথি দিল খাদ্য দফতর!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here