Winter Weather কুয়াশার দাপটে ‘ঝাপসা রাস্তা’, বড়দিনের আগে দক্ষিণবঙ্গে ফিরবে কি হাড়কাঁপানো শীত? রইল আপডেট

0
46
হিয়া রায় দেশের সময়

কলকাতা : সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ল বনগাঁ। ভোর থেকেই কার্যত ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় বনগাঁ শহর সহ উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত। কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে পঞ্চাশ মিটার দূরের বস্তুও চোখে পড়ছে না ঠিকমতো।

বছরের শেষদিকে গায়েব কনকনে শীতের আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। যদিও গত দু’দিনে হালকা বৃষ্টিতে বাতাসে শিরশিরানি অনুভূত হয়েছে।

থামল বৃষ্টি। ফের সকাল থেকেই হাসছে আকাশ। বৃষ্টি থামতেই আড়াই ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতায়। হাওয়া অফিস বলছে এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাতে যে খুব স্বস্তি শীতপ্রেমীদের এমনটা নয়।

আগামী সপ্তাহে বড়দিন। কেমন থাকবে বাংলার আবহাওয়া?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরের দু’দিনে ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে, তারপর আবার কমবে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সকালে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা থাকবে। বর্তমানে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার জেরে উত্তুরে হাওয়া আপাতত বাধাপ্রাপ্ত। পাশাপাশি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। নিম্নচাপের জেরে শুক্রবার ও শনিবার বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরলেই রাজ্যে ফের হু হু করে নামবে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দফতর বলছে সোমবারের পর আবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলবে। দৃশ্যমানতাও অনেকটাই কমে যেতে পারে। সে কারণে বেলা পর্যন্ত সতর্কতা জারি আবহাওয়া দফতরের। সকাল থেকেই কুয়াশার দাপট চলছে পশ্চিমের জেলাগুলিতে। 

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here