Winter Update বড়দিনেও কি শীতের দেখা মিলবে না নেই! কি জানাচ্ছে হাওয়া অফিস

0
47
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : শীত আসছে না বড়দিনেও, উলটে বঙ্গে দাপট দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা! ফের তছনছের আশঙ্কা

ক্যালেন্ডার অনুযায়ী তারিখটা নেহাত ডিসেম্বরের ২৪ বলেই হয়তো গায়ে একটা সোয়েটার বা হালকা একটা জ্যাকেট চাপিয়ে রাখছেন অনেকে।

বছর ভরের অপেক্ষা শেষে সান্তার আসার সময় এসে গেল। কিন্তু তবুও শীত আসছে না। হাওয়া অফিস বলছে, সান্তা এসে ফিরে গেলেও, আপাতত শীত রাজ্য থেকে কিছুটা দূরেই থাকবে। উলটে এই সময়ে তাপমাত্রা বেড় যেতে পারে কয়েক ডিগ্রি।

মাসের শুরুর দিকে যে আশা জাগিয়েছিল শীত, কয়েকটা দিন গড়াতেই ভারতীয় টেস্ট টিমের মিডল অর্ডারের মতোই সেই আশা ধসে গিয়েছে। এ বার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের একটাই প্রশ্ন , ঠান্ডা আদৌ পড়বে তো? পড়লে কবে?

কারণ কী? কারণ হিসেবে হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কথা। এক নয়, একেবারে দুই পশ্চিমী ঝঞ্ঝা বছর শেষে পারদ বাড়াবে বঙ্গের। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে ঢুকেছে, অন্যটির প্রভাব পড়বে সপ্তাহ শেষে।

শুক্রবার অর্থাৎ ২৭ ডিসেম্বর নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে রাজস্থেন্র উপর তৈরি হবে ঘূর্ণাবর্ত। যার প্রভাব পড়বে বঙ্গের জেলায় জেলায়। যে কারণে শুক্রবারের পর আরও কয়েক দিগ্রি বাড়তে পারে জেলার তাপমাত্রা। ফলে বছর শেষে শীতের নতুন ইনিংস শুরুর আগেই বাধা পাবে তা। বজায় থাকবে গরমের পরিবেশ। বুধবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি বেশি। শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে বেশি কিছুটা।

মঙ্গলবার সকালের দিকে হালকা কুয়াশার পরিবেশ, তবে বেলা বাড়লে সরবে কুয়াশার আস্তরণ, দিনভর জেলার বেশকিছু অংশ মেঘলা থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা  ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ জেলায় জেলায় তামপাত্রা এখনই কমার কোনও সম্ভাবনা নেই।

ওই ঝঞ্ঝার জন্যই বড়দিনের বাজারেও শীত একরকম গায়েব। সকালে আলতো রোদে পিঠ রেখে চায়ের কাপে চুমুক দেওয়া বা সন্ধেয় জমিয়ে কফি খাওয়ার সেই আমেজটাই নেই।

বছরের বাকি দিনগুলোয় সেই আমেজ ফেরার সম্ভাবনা বিশেষ দেখছেন না আবহবিদরা। জানাচ্ছেন, ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কাটিয়ে ফের শীতের আমেজ পড়বে, তবে সেটা হতে হতে ইংরেজি নববর্ষ হয়ে যাবে। উত্তর–পশ্চিম ঝঞ্ঝার প্রভাবমুক্ত না হওয়া পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকার রাতের তাপমাত্রা ১৫–১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তাই, ডিসেম্বরের শেষবেলাতেও ফেব্রুয়ারির আবহ বজায় থাকবে।

Previous articleTo day Gold Rate বড়দিনের আগে কতটা সস্তা হলো সোনা?
Next articleBSF & Kolkata Police: বড়দিনের পর বর্ষবরণ, বাংলাদেশ সীমান্ত হয়ে ভারতে ঢোকার ছক পাক জঙ্গিদের ! শহরে কারা আসছে- যাচ্ছে , এবার কড়া নজর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here