দেশেরসময় ওয়েবডেস্কঃ উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীতের অপেক্ষায় থাকা রাজ্যবাসীকে আপাতত শীত শীত ভাবের সান্ত্বনা পুরস্কারেই শান্ত থাকতে হচ্ছে। অন্যদিকে, বছর শেষে নয়া ঘূর্ণিঝড়ের পূর্বাভাস।

সাইক্লোন মনদাউস আজ সন্ধ্যার মধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাবে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে সাইক্লোন আপডেটে এই পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বঙ্গোপসাগরের ওপর তৈরি নিম্নচাপের মঙ্গলবার থেকে পশ্চিম -উত্তর পশ্চিম দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷

আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে মেঘলা ভাব থাকলেও আপাতত আগামী দুই-তিনদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। অর্থাৎ হাওয়ার হিমেল স্পর্শেই শীতের হালকা অনুভূতি মিলবে। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পেরনোর আগে এখনই বাংলায় জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের কারণে ৯ তারিখের পর বাড়তে পারে তাপমাত্রা।

সাইক্লোন মনদাউসের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে৷  উপকূলের দিকে যখন সাইক্লোন এগোবে  তখন আবহাওয়ার পরিবর্তন হতে পারে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে৷ আকাশ মেঘলা হবে৷ দিনের তাপমাত্রা সামাণ্য কমলেও বাড়বে রাতের তাপমাত্রা ৷

শীতের আমেজ আগামীকাল পর্যন্ত বহাল থাকবে তিলোত্তমায়। শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। কমবে শীতের আমেজ। আজ পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। শীতের আমেজ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 16.7 থেকে কমে 16.3 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা 27.6 ডিগ্রি থেকে সামান্য কমে 27.4 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 91 শতাংশ।

আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে প্রবেশের পর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। এরপর উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। যদিও তার কোনও প্রভাবই এরাজ্যে পড়বে না। এর অভিমুখ তামিলনাডু, পন্ডিচেরি উপকূল।

আবহাওয়াবিদরা মনে করছেন, তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে এটি শুক্রবার সকালে পৌঁছলেও স্থলভাগে নাও আছড়ে পড়তে পারে। বরং উপকূলের কাছাকাছি এসে ঘূর্ণিঝড় শক্তি হারাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর প্রভাব পড়বে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ উপকূলে। স্থলভাগের কাছাকাছি এর গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে। বৃহস্পতিবার এই দমকা ঝোড়ো হাওয়ার পরিমাণ ওই অঞ্চলে আরও বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here