Winter: উত্তর প্রদেশের যুবকরা শীতের পসরা সাজিয়ে বসেছেন বনগাঁর রাস্তায়,কেজি দরে বিক্রি হচ্ছে কম্বল! দেখুন ভিডিও

0
941

অর্পিতা বনিক, বনগাঁ: এ মরসুমের শীত আসছে ৷ ঠান্ডা ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে শহরে। রাত হলেই ব্যবহার করতে হচ্ছে কম্বল।তাই কম্বল নিয়ে উত্তর প্রদেশের যুবকরা পসরা সাজিয়ে বসেছেন বনগাঁর রাস্তায়। কেজি দরে বিক্রি হচ্ছে লেপ। দেখুন ভিডিও

নতুন পোশাকের পাশাপাশি নানা রঙের বিদেশি আরামদায়ক কম্বল ব্যবহারের চল অনেক আগের থেকেই শুরু হয়েছে। ঝাঁ চকচকে দোকানের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার রাস্তা পাশেই গড়ে উঠেছে শীতবস্ত্রের দোকান। এই সকল দোকানে দেখা মেলে দুবাই, সৌদি আরব, কাতার থেকে আনা বিভিন্ন সাইজের কম্বল। ৮০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা দামের কম্বল এখানে পাওয়া যায়। এখনও সে ভাবে শীতের আমেজ না থাকায় বিক্রেতারা এখনো লাভের মুখ সে ভাবে না দেখলেও দোকান খুলে রাখতে পারায় তারা খুশি।

মূলত দু’ধরনের কম্বল নিয়ে বসেছেন উত্তর প্রদেশ থেকে আগত এই যুবকেরা । সফট এবং আল্ট্রাসফট এই দুই ধরনের কম্বল তাদের দোকানে পাওয়া যাচ্ছে। তবে মজার ব্যাপার হলো এই সমস্ত কম্বলটাই বিক্রি হচ্ছে কেজি দরে ৷ কেজি হিসেবে সাড়ে ৪৫০-৫৫০ করে তাদের কম্বলের দাম। তাঁরা জানাচ্ছেন যে তারা শীত পড়লেই প্রতিবছরই উত্তরপ্রদেশ থেকে ব্যবসা করতে বাংলায় আসেন তবে বনগাঁতে এবার প্রথম এর আগে অন্যান্য জেলার শহরের সমস্ত জায়গাতেই ব্যবসা করে এসেছে।

ব্যবসার শহর বনগাঁতে এবার তাদের ভাল ব্যবসা হবে বলে আশা করছেন তারা। তাঁদের কথায় আমাদের প্রতিবছরই ব্যবসা ভাল হয় গত দু’বছর করোনার জন্য লোকজন একটু কম এসেছে তবে এ বছর আশা করছি কম্বল সব বিক্রি হয়ে যাবে আর আমাদের এখানে মূল আকর্ষণ আমরা কেজি দরে কম্বল বিক্রি করছি। দামটা অনেকটাই কম তাই সব ধরনের লোকেরাই এখান থেকে কম্বল নিয়ে যেতে পারবেন।

Previous articleDengue death: ডেঙ্গি আক্রান্ত বেলেঘাটা আইডির সহকারী সুপারের মৃত্য
Next articleWinter 2022 : জাঁকিয়ে শীত কবে থেকে? কী জানিয়েছে হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here