WILDLIFE PHOTOGRAPHER OF THE YEAR হিমশৈলের উপর ঘুমন্ত এক মেরু ভল্লুকের এই ছবি পেল ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড

0
287

দেশের সময় : ব্রিটিশ ফটোগ্রাফার নিমা সারিখানি তার ক্যামেরায় বন্দি করেছেন ভেসে চলা হিমশৈলের উপর ঘুমন্ত এক মেরু ভল্লুকের অত্যাশ্চর্য সুন্দর দৃশ্য। আর তার সেই ছবি জিতে নিয়েছে ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড’। তবে নিমা সারিখানি কিন্তু পেশাদার আলোকচিত্রগ্রাহক নন।

NIMA SARIKHANI/WILDLIFE PHOTOGRAPHER OF THE YEAR

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের পরিচালক ড. ডগলাস গুর বলেন, “সারিখানির তোলা এই মর্মস্পর্শী এবং শ্বাসরুদ্ধ করা অপরূপ চিত্র একইসঙ্গে আমাদের এই গ্রহের সৌন্দর্য এবং ভঙ্গুরতাকে প্রকাশ করে।”


“তার এই ছবি আমাদের চিন্তাকে গভীর ভাবে নাড়া দেয়। ভাবতে বাধ্য করে, উষ্ণায়ন আর বাসস্থানের ক্ষতি কীভাবে একটি প্রাণীর সঙ্গে তার প্রাকৃতিক আবাসস্থলের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধনের উপর প্রভাব ফেলেছে।”
নরওয়ের স্যালবার্ড দ্বীপপুঞ্জে ঘন কুয়াশার মধ্যে মেরু ভল্লুকের তিন দিন ধরে খোঁজ চালানোর পর সারিখানি ছবিটি তুলেছেন।

বিশ্বজুড়ে বন্যপ্রাণী ফটোগ্রাফির অনুরাগী এবং প্রকৃতিপ্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছিল ২৫টি নির্বাচিত তালিকা থেকে তাদের পছন্দের চিত্রকে ভোট দেওয়ার জন্য। চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে চারজন “অত্যন্ত প্রশংসিত” হয়েছিলেন।

Previous articleFarmers Protest  : কৃষকদের দিল্লি চলো ঘিরে তুমুল সংঘর্ষ, আহত ৬০ , আজ ফের ‘মার্চ টু দিল্লি’
Next articleWeather Update today: সরস্বতী বন্দনায় বজ্রপাতের বিপদ, জারি হলুদ সতর্কতাও, বৃষ্টিতে পন্ড হবে কি পুজোর আনন্দ? দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here