West Bengal Weather Update: আজ মরশুমের শীতলতম দিন,এক ধাক্কায় অনেকটাই নামল পারদ !

0
503

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আরও জাঁকিয়ে বসল ঠান্ডা। সোমবার অনেকটাই পতন হয়েছিল পারদের। মঙ্গলবার তা আরও নেমেছে। যার জেরে মঙ্গলবারই এখনও পর্যন্ত এ মরসুমের শীতলতম দিন। নিম্নচাপের ভ্রুকুটি কাটিয়ে এ রাজ্যে যখন শীত নিজের প্রভাব বাড়াচ্ছে, তখন রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ঠান্ডার প্রভাবে কাঁপছেন মানুষ।

কলকাতায় তাপমাত্রা যেমন ১৫ ডিগ্রির নিচে নেমেছে ৷ তেমনি বিভিন্ন জেলায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে ৷ আগামী তিন-চারদিন এরকমই শীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ থাকবে পরিষ্কার। তবে এই সময়ে সকালের দিকে কিছু এলাকা কুয়াশায় ঢাকতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার এই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রিতে।

পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের ৷ আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ১৫ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকার পাশাপাশি কুয়াশার সেরকম কোনও পূর্বাভাস এখনও নেই।

এ বছর সময়মতো শীতের ইনিংস শুরু হলেও বারবার বাধা পেয়েছে তার পথচলা। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়িয়েছিল। যার জেরে আকাশ থেকেছে মেঘলা। স্তব্ধ হয়েছিল উত্তুরে হাওয়ার গতিপথ। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ছিল বেশি। কিন্তু সেই বাধা কাটতেই বাংলায় ফিরছে শীত। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নতুন করে পারদ পতন না হলেও আগামী কয়েক দিন বজায় থাকবে এই ঠান্ডা। আগামী সপ্তাহ থেকে ঠান্ডা আরও বাড়তে পারে।

Previous articleModi: বিশ্বনাথ শরণং!১১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে শিব দীপাবলির রাতে বারাণসীর গঙ্গারতি দর্শন মোদীর
Next articleKolkata Municipal Election 2021:পুরভোটে সব বুথ ও গণনাকেন্দ্রে রাখতে হবে সিসিটিভি,রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ হাই কোর্টের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here