
দেশের সময়ওয়েব ডেস্কঃ দুর্গাপুজোয় ভিজেছিল বাংলা। ষষ্ঠী থেকেই মুখভার ছিল আকাশের। এদিকে ইতিমধ্যেই আবার কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর ৷ বঙ্গোপসাগরে ঘোঁট পাকাচ্ছে ঘূর্ণিঝড়। আন্দামান সাগরে তৈরি এই ঘূর্ণাবর্তের জেরে কালীপুজোতে রয়েছে নিম্নচাপের পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২০ অক্টোবর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং তার সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত৷ আজ এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার কথা। এর কতটা প্রভাব পড়বে বাংলায়, তা নজর রাখছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে অনুমান আবহবিদদের। আগামী কয়েক দিন উত্তর-পশ্চিম হাওয়া এবং শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে।
দুর্গাপুজোয় বৃষ্টি হয়েছে অল্পস্বল্প। সেভাবে ভাসিয়ে দেওয়ার মতো হয়নি। কিন্তু কালীপুজোয় কী হবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ।
শনিবার নাগাদ তা গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে। দীপাবলিতে বৃষ্টির যতই সম্ভাবনা তৈরি হোক, ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা।

মৌসমের ভবনের তরফে বলা হয়েছে, গতকাল সকাল সাড়ে আটটায় তৈরি ঘূর্ণাবর্ত এখন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং ক্রমশ নিম্নচাপে রূপান্তরিত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর। ২২ তারিখ সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ২৩ তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই সাইক্লোনের সম্ভাব্য ল্যান্ডফল ২৪ তারিখের মধ্যেই হতে পারে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে।

এদিকে ইতিমধ্যেই কলকাতা থেকে পাকাপাকিভাবে এ বছরের মতো বিদায় নিতে চলেছে বর্ষা। বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমে হাওয়ার। তবে ঘূর্ণঝড়ের গতিবিধির উপর পুরোপুরিভাবে নির্ভর করছে বাংলার আগামী কয়েকদিনের আবহাওয়া। তবে তার আগে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।




