West Bengal Weather Update : প্রবল বৃষ্টির পূর্বাভাস বাংলাজুড়ে! বন্যা ও ধসের আশঙ্কা,পূর্বাভাস হাওয়া অফিসের

0
610

দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল থেকেই আকাশ অন্ধকার! দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গেও ফের ভারী বৃষ্টির পূর্বাভাস । এমনটাই জানাল আবহাওয়া দফতর।  বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে।
হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমশ জটিল। অতিবৃষ্টির জেরে বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
 

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাত হতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও।


এই মুহূর্তে একটি ঘুর্ণাবর্ত রয়েছে বিহার ও পূর্ব উত্তর প্রদেশ এর উপরে ও মৌসুমী আক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপরে। তার জেরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে।

১৫ তারিখ পর্যন্ত টানা এরম বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। এমনিতে মালদা জেলাতে নদীজল প্লাবিত হয়ে ভাঙণ চলছে। নতুন করে বৃষ্টির ফলে দুর্যোগ বাড়তে পারে।
 
দক্ষিণবঙ্গে কয়েকদিন আগে অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছিল অধিকাংশ এলাকা। এখন উত্তরবঙ্গের বৃষ্টি ঘিরে চিন্তার মেঘ দেখা গিয়েছে

Previous articleDaily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল অনুযায়ী
Next articleRecipe of the day: আজ ‘দেশের রান্নাঘর’ – এ বাটার চিকেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here