West Bengal Weather News : আজ ভিজবে দক্ষিণবঙ্গ? অক্ষরেখার পরিবর্তনে উত্তরে বৃষ্টিতে রাশ, রইল আবহাওয়ার পূর্বাভাস

0
593

দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। তার জায়গায় দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। এর জেরে কমবে তাপমাত্রা। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে রাজ্যে। এমনই জানিয়েছেন আবাহওয়বিদরা।

তারা জানাচ্ছেন, মৌসুমী অক্ষরেখা গত কয়েকদিন উত্তরবঙ্গের ওপর ছিল। সেটা দক্ষিণবঙ্গের কাছাকাছি চলে এসেছে। বলা যেতে পারে স্বাভাবিক দিকে চলে এসেছে। বঙ্গোপাসাগর পর্যন্ত রয়েছে। পাটনা, গিরিডি, দিঘার কাছাকাছি রয়েছে সেটি।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়।

তবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতা ও আশেপাশে।

এদিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল তা এবার কমবে।

গত ২৪ ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮%। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ২২ মিলিমিটার।আগামী দু’দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কমবে।

উত্তরবঙ্গ জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা এক-আধ পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

মৌসুমি অক্ষরেখা এবার ক্রমশই উত্তর দিক থেকে সরে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে এসেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের উপরে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামিকাল থেকে।

Previous articleDaily Horoscope: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,রাশিফল অনুযায়ী কেমন যাবে আপনার আজকের দিন? জানুন
Next articleUs attack in Afghanistan: প্রত্যাঘাত, আফগানিস্তানে ড্রোন হামলায় খতম জোড়া বিস্ফোরণের ছক কষা আইসিস-কে জঙ্গি, দাবি আমেরিকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here