West Bengal Weather: গভীর নিম্নচাপের প্রবেশ স্থলভাগে, সতর্কতা বাংলায়!আজ এই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, চলবে মঙ্গলবার পর্যন্ত

0
822

দেশের সময় ওযেবডেস্কঃ দিনভর মেঘলা আকাশ। নিম্নচাপের জের, রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরুও হয়ে হয়ে গিয়েছে বর্ষণ।  হালকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সর্তকতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন অভিভারী বৃষ্টিজনিত কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। সঙ্গে ঘণ্টায় বইতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রী সেলসিয়াস।

এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

অন্যদিকে এদিন শহর কলকাতায় আকাশ মূলত মেঘলাই থকাবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে কয়েক পশলা বৃষ্টি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবারও বাঁকুড়া পুরুলিয়া সহ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত।
তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে আপাতত তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। 

অন্যদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিন পার্শ্ববর্তী ওড়িশাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামী কয়েকদিন কোঙ্কন, গোয়া ছত্তীসগঢ়েও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।  

নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা ও উত্তর ছত্রিশগড় এর দিকে যাবে বলে জানাগিয়েছে৷

Previous articleকতই রঙ্গ দেখি দুনিয়ায় :অশোক মজুমদার
Next articleবনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েত প্রধানের পদত্যাগ ঘিরে চাঞ্চল্য, চোরে চোরে মাসতুতো ভাই কটাক্ষ বিজেপি-র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here