Live: নন্দীগ্রামে গ্রেফতার তৃণমূল কর্মী উদ্ধার ভুয়ো কার্ড

0
1269

দেশের সময় ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গ এবাং অসমে আজ দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় সবথেকে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম আসনটি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়ছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নজর রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ আসনে যেমন ডেববরা, কেশপুর, খড়গপুর সদরের মতো আসনে। সেই সঙ্গে অসমেও আজ দ্বিতীয় দফার নির্বাচন। ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য এক নজরে।

একুশের বিধানসভা নির্বাচনে আজ মহাসংগ্রাম। দ্বিতীয় দফায় আজ ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ। আজ নজরে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথ ঘিরে রীতিমতো ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। ভোটের আগে নন্দীগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। নন্দীগ্রামে মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিকে, দ্বিতীয় দফার ভোটের শুরুতে কেশপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। অন্যদিকে, গোসাবায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে৷

আজ দ্বিতীয় দফার ভোট বাংলায়। নজরে নন্দীগ্রাম:

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৭২ শতাংশ:

ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টা দু’য়েকের মধ্যেই এক বিজেপি কর্মীর আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের ভেটুকিয়ায়। বৃহস্পতিবার সকালে এক বিজেপি সমর্থকের দেহ উদ্ধার হয় ভেটুকিটায় তাঁর বাড়ির বারান্দা থেকে। মৃতের নাম উদয় দোবে, বয়স ৪৮। পরিবারের দাবি, আত্মীয়ের বাড়িতে রাতে ঘুমোতে গিয়েছিলেন উদয়। স্ত্রী, সন্তানরা অন্য ঘরে ঘুমোচ্ছিলেন। সকালে ঘর থেকে বেরিয়ে এসে পরিবারের লোকেরা দেখেন, বারান্দায় দেহ ঝুলছে।উদয়ের বাবা বিজেপি কর্মী ছিলেন। উদয়ও বিজেপি-র সমর্থক ছিলেন বলে জানিয়েছে পরিবার। উদয়ের স্ত্রী সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, শেষ কয়েক দিন ধরে তৃণমূল হুমকি দিচ্ছিল। মানসিক চাপে ভুগছিলেন উদয়। নিহতের স্ত্রী জানিয়েছেন, ‘‘মঙ্গলবার রাতেও ফোনে কথা হয়েছিল। উনি (উদয়) জানিয়েছিলেন, তৃণমূলের তরফে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। ভোট দিতে বেরোলেই সমস্যায় পড়তে হতে পারে। সেই কারণেই মানসিক অশান্তি ও আশঙ্কায় ভুগছিলেন। ঘটনাটি আত্মহত্যা হলেও এই ঘটনার পিছনে ইন্ধন দিয়েছে তৃণমূলই।’’

ঘটনার পরেই এলাকায় পৌঁছে গিয়েছে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত। দেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে পরিবারের সঙ্গে কথা বলতে শুভেন্দু অধিকারী যাচ্ছেন বলেও খবর পাওয়া গিয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে মানসিক চাপ তৈরির অভিযোগ অস্বীকার করা হয়েছে।

*নন্দীগ্রামে ভুয়ো কার্ডের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী। উদ্ধার হয়েছে ভুয়ো কার্ড।

*বাঁকুড়ার বিভিন্ন বুথে ভোটের দিন ভোটারদের টাকা বিলি করার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

*পাথরপ্রতিমার গুরুদাসপুর মহেন্দ্র ইন্দ্র বিদ্যামন্দিরে সিআরপিএফ জওয়ানের দেহ উদ্ধার। আত্মহত্যা বলে অনুমান পুলিশের।

*ময়না বিধানসভার বাকচা অঞ্চলের আড়ংকিয়ারানা ১ নম্বর প্রাথমিক বিদ্যালয় ২৪৪ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূল প্রার্থী সংগ্রাম দোলইকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন তৃণমূল প্রার্থী সংগ্রাম দোলই।

*ডেবরার দুটি বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী ভারতী ঘোষের।

*নন্দীগ্রামের ২৪৭, ২৪৮ নং বুথে ভোটারদের হুমকি ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে।

*নন্দীগ্রামে ১নং ব্লকে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।

*কেশপুরের গরগজপোতায় সংঘর্ষ। বিজেপি-র মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। বিজেপি নেতার গাড়ি ভাঙচুরেরও অভিযোগ।

*নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৮৩-১৮৬ বুথে ইভিএম খারাপ।

*নন্দীগ্রাম ভেকুটিয়ায় ৫১ নম্বর বুথ পরিদর্শন করলেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।

*নন্দীগ্রামের সোনাচূড়ায় বোমাবাজির অভিযোগ উঠল।

* ভোট ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রামকে

* আজ নন্দীগ্রাম-সহ ৩০ কেন্দ্রে ভোট

*নন্দীগ্রামে ৮০টি বুথে তৃণমূলের এজেন্ট বসতে দেওয়া হয়নি। অভিযোগ শাসকদলের।

*পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মাথা ফাটল এক তৃণমূল কর্মীর, এমনটাই অভিযোগ উঠেছে।

* ভোট দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ডাবল ইঞ্জিনের সরকারের অপেক্ষা করছে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক কাজ করছেন। গতকাল হুগলিতে গিয়েও নন্দীগ্রামের কথা বলেছেন।’

 *সাতসকালে বাইকে করে এসে নন্দীগ্রামে ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

*বেগম হারছেন, বিকাশ জিতছে’, ভোট দিয়ে বললেন শুভেন্দু ।

*এদিন বাইকে করে ভোট দিতে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, উন্নয়ন জিতবে, তোষণ পরাজিত হবে।দূর্নীতি মুক্ত বাংলা তৈরি হবে। বেগম হারছেন, বিকাশ জিতছে। 

কে বলবে ২০২১! এ যেন ২০০৭ ! ঠিক যে ভাবে সে দিন গ্রামের রাস্তা দিয়ে বাইকে করে ঘুরতেন, বহু বছর পর বৃহস্পতিবার নন্দীগ্রামে ঠিক সেই ভূমিকায় দেখা গেল শুভেন্দু অধিকারীকে।
নন্দীগ্রাম বিধানসভার ভোটার হয়েছেন শুভেন্দু। এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ ৭৬ নম্বর বুথে গিয়ে ভোট দেন তিনি। তার পর বাইকে চড়ে চষে বেড়াতে শুরু করেন নন্দীগ্রামের গলি তস্য গলি। তাঁর নিরাপত্তায় থাকায় জওয়ানদের দেখা যায়, প্রার্থীর পিছনে দৌঁড়তে।ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু বলেন, সন্ধে সাড়ে ৬ টা পর্যন্ত ভোট হবে। আমি গণদেবতাকে বলব ভোটাধিকার প্রয়োগ করুন। নিজের ভোট নিজে দিন। শান্তিপূর্ণ ভাবে দিন। তাঁর কথায়, ‘এখানে গণতন্ত্র জিতবে তোষণ পরাস্ত হবে’।

*নন্দীগ্রাম ভেকুটিয়ায় ৫১ নম্বর বুথ পরিদর্শনে বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।

আজ যেসব কেন্দ্রে ভোট…

গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী।

* বাইকে চেপে নন্দীগ্রামে ভোট দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

*কেশপুরের ১২ নম্বর সরিষাখোলার পানিয়াটে চলল গুলি। কে বা কারা চালিয়েছে জানা যায়নি। হতাহতের খবর নেই।

*সোনাচূড়ায় বোমা উদ্ধার, দাবি তৃণমূলের

*মহিষাদল বিধানসভার ২০৮/১১৮ নম্বর বুথে ইভিএম খারাপ, ভোট শুরু না হওয়ায় ক্ষোভ ভোটারদের।

* বাংলায় চলছে দ্বিতীয় দফার ভোট। নন্দীগ্রামে জোরদার নিরাপত্তা।

* বাংলায় ভোট নিয়ে টুইট মোদীর। পশ্চিমবঙ্গবাসীকে ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী। বাংলায় মোদী লিখেছেন, ‘বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।’

*ভোট ঘিরে সরগরম বাঁকুড়াও

বুধবার হুগলির গোঘাটের সভামঞ্চ থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দুকে বিঁধে মমতা এদিন বলেন, ‘খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। কেউটে সাপ পুষেছি, গোখরো সাপ পুষেছি।’ এরপরই মমতা বলেন, ‘তুইও নির্বাচনে লড়ছিস, আমিও লড়ছি, মানুষ যাকে পছন্দ করছে ভোট দেবে, যাকে পছন্দ করবে না, ভোট দেবে না।’ এদিনও মমতার গলায় শোনা গিয়েছে গদ্দার শব্দ। অন্যদিকে, নন্দীগ্রামে মমতাকে আধলাখেরও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু।

বিস্তারিত আসছে….

Previous articleবাংলায় দ্বিতীয় দফার ভোট শুরুর আগে রক্তাক্ত কেশপুর, তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ
Next articleবনগাঁয় যশোররোড অবরুদ্ধ পণ্য বোঝাই ট্রাকে,বিজেপির অভিযোগ তৃণমূলের চক্রান্ত,যানজটে নাজেহাল বাসিন্দারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here